Heading
আপডেট: ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২২
সবাইকে ডেকে, রাজা বলেন হেকে,
-শোন পারিষদ, আমার বশ্য বংশবদ,
‘আমি রাজা ধরণীধর, জ্ঞানদান আমার দায়ভার
সেটা পুরো আছে আমার কাছে, মোর ঘটে।
আমার কথায় তোমরা বলবে সবাই এক জোটে,
‘তা বটে, তা বটে’।
সকল পারিষদ, দু’এক মিনিট বাদ বাদ,
করতালি দেবে, না শুনে না ভেবে,
তোমরা সকল বলবে কেবল, আহা আহা!
শুনে তা জনতা শত, শিয়ালের মত
করবে হুক্কা হুয়া’।
‘মূর্খ জনতা! যা বলি যদি বুঝতো তা,
তবে নয়কো শ্রোতা, হতো তারা নেতা।
জনতা নয়, থাকতো তারা ক্ষমতায়’।
রাজ্য চালাতে লাগে বংশবদ পারিষদ,
আর বাধ্য জনতা।
চোষা পারিষদ, আর পোষা জনতা,
এরাই রাজার ক্ষমতা।
রাজা হতে কুরসি চায়, কুরসি ছাড়া কি রাজা হয়?
থাকবে আম জনতা, মানবে যা বলা হবে তা।
যবে হবে সবে, রাজার অনুগত অন্ধ অনুসারী
তখন থেকে, রাজত্ব থাকবে টিকে, চিরকাল ধরি।
যদি কোন ছলে, নরাধম প্রজা দলে
যদি না আনে টানি, ভারী রাজাসন খানি।
মাংসল গোদা রাজাকে তাহলে,
বসতে হবে প্রজাদের সাথে একই ভুতলে।
শীর্ণকায় জনতা তবে, একটু হবে তাজা মোটা
আর স্থুলকায় রাজা, থাকবে না অতোটা নাদাপেটা।