জীবনের অর্থ খোঁজার প্রয়াসে কবিতা 'মৃত্যু'

আপডেট: 2022-06-09 17:34:08

মৃত্যু

 

 

মৃত্যু চিন্তায় আসে মনে ভয়, মনে হয় সব শেষ হয়ে যায়।

কিন্তু জেন প্রকৃতই মৃত্যু বলে হেন, কিছু নাই এ ধরায়।

 

 

ছোট বড়, জীব বা জড়, যা কিছু দেখা অদেখা এ দুনিয়ায়,

চড়ে সময়ের রথে, চলে নিজ নিজ পথে

যে পথ কভু না ফুরায়।

সবি থাকে আপন ঠিকানায়, কেবল রূপ বদলায়।

 

সহস্র বছরের ঘর এ ধরার, কতজন এসেছে গেছে

সে হিসেব নেই কারো কাছে।

 

আছে যারা ফিরে ফিরে আসে তারা,

এসেছে যারা ফিরে, সবাই আছে তারা কোন ঘরে

দূরে কিম্বা কাছে, কোন না কোন রূপে তারা আছে।

 

নতুন অতিথির বেশে এ ভব সংসারে এসে, লেখে নাম খাতায়

চলে পথে জীবনের সাথে, ছেলে মেয়ে, বাবা মা দাদা দাদি হয়ে।

চলে গেছে বলে মনে হয় যারা, মিশে আছে সব মাটিতে তারা

জীব বা জড় দেহে, তরুলতা মাটি হয়ে, সহস্র ঘাসের পাতায়।

 

এই যে ধরণী, উপরে জল, পাহাড় মরুভুমি বা সমতল

মাটির নিচে বহে জলরাশি, আবার জলের নিচে মাটি ঠাসাঠাসি।

 

তারও নিচে কোথাও অগ্নি সরোবর, রুষিছে নীরবে যুগ যুগান্তর

উঠিছে ফুঁসিয়া যখন তখন, না মেনে কোন দিনক্ষণ,

করে সব মাঠ ঘাট ওলট পালট, শোনে না কারো মানা

করে দেয় সব অচেনা, গড়ে তোলে নতুন ঠিকানা।

 

বিশ্ব ব্রহ্মাণ্ড করে লন্ড ভন্ড, নাচে সৃষ্টির উল্লাসে

জীবের ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে আসে।

পরিবর্তন আর রূপান্তর, যদি উল্লাস আনে এ ধরার

তবে কেন গুটিকত জীব হায়, ক্রন্দন করে বুক ভাসায়

কেন পারে না যেতে মিশে, যোগ দিতে সৃষ্টির উল্লাসে!

 

এ সবই বোঝার ভুল, তাই কাঁদে সব প্রাণী কুল, আর কিছু নয়

মহাশক্তির অংশ হতে, একটা সরু রেখা কোন মতে, পার হতে হয়।

শেষ থেকে শুরু, সে রেখা খুব সরু, থাকে তা অদৃশ্য অদেখা

ভিতু মন সেটা না মানে, যদিও জানে, আছে নিশ্চিত সে রেখা।

 

এক দল প্রতিদিন প্রতিক্ষণ,

সে রেখার কথা মনে করে যথা, দমে দম সারাক্ষণ,

তারা থাকে ভয়ে, জড়সড় হয়ে, সারা জীবন।

 

বাকি এক দল, যারা নিজেকে ভাবে খুব সবল

এমনি ভাবে চলে এ ভবে, যেন থাকবে চিরকাল

যেন যাবে না ওপারে, কোনদিন সে রেখা পার করে।

 

কেউ জানুক না জানুক সে তথ্য,

কেউ ভাবুক না ভাবুক তা নিত্য।

মানে না মানে, কিন্তু সবে তা জানে, সে রেখা চিরসত্য।

জীব জড় যত, সে রেখা তার হতে হবে পার, ঠিক সময় মত,

একদিন হবে সব ধ্বংস, সবাই হবে মহাশক্তির অংশ।

 

সৃষ্টির তরে মহাশক্তি করে, বিনাশ সব অবিরাম অবিরত

ধ্বংস, মৃত্যু যা দেখা যায়, তা প্রকৃত শেষ নয়, কেবল রূপ বদলায়।

ফিরে ফিরে আসে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে এ ধরায়

প্রতিনিধি হয়ে অন্য রূপ লয়ে, ছোট ছোট বিধাতার মত।

 

ভাব দমে দম, ওরে ও অবুঝ মন,

রেখ না ওরে মন ভ্রমে ভরে, সারাক্ষণ

মেনে নিতে হবে সবে, বিধাতার এ ভবে, জীবনের তরে

যা কিছু এ ধরায় সবই সেই করায়, নিজ করে।

 

স্বয়ং বিধাতা করিছে খেলা সারাক্ষণ সারা বেলা

ধ্বংস মৃত্যু এ সব তাঁরই লীলা, তাঁরই পার্থিব মেলা।