Heading
আপডেট: 2022-06-16 15:29:53
জীবন চাকা নিজের মত, ঘুরতে থাকে অবিরত
ভালবেসে থামে না সে, যে কারো মন মত।
এ চলার মাঝে, সকাল দুপুর বিকাল সাঁঝে
সবার খোকা যাবে চলে, নিজের জীবন গড়বে বলে।
বিধাতার এ বিশাল ভবে, বাবারা সব একা রবে,
সবারই খোকা, বাবাকে রেখে একা একা
সময় হলে, ছেড়ে যাবে চলে।
সময় ঠিকই যাবে বয়ে! কাটবে জীবন ঘড়ি হয়ে।
খোকা যতদিন খোকা থাকে,
এ সব কথা, বাস্তবতা, ছোঁয় না তাকে।
খোকার একটা খোকা হলে, জীবন তাকে জালে জড়ালে,
বুঝবে খোকা সেদিন-
খোকা ছাড়া কেমনে কাটে বাবাদের সব দিন!
খোকা হবে বাবা যেদিন, বাবার কষ্ট বুঝবে সেদিন।
খোকার খোকা তাকে ফেলে একা, যেদিন যাবে চলে,
থাকবে যখন একা, বুঝবে তখন খোকা,
বাবা হওয়া কাকে বলে, কেমন লাগে বাবা হলে।
যদি কেউ একটা ধাঁধা ধরে, বলতো সবে চিন্তা করে-
‘থাকতে জীবন দেহে,
কোন কাজটা শেষ হয় না অন্য কোন মোহে?’
কঠিন ধাঁধার, সহজ উত্তর-
‘বাবার কাছে সব খোকার দল, খোকাই থাকে চিরকাল
থাকতে আয়ু, যে অবধি বইবে বুকে জীবন বায়ু,
বুড়ো জোয়ান নির্বিশেষ, বাবার কাজ হয় না শেষ’।
আফসোসে মন ভরা বাবার, দাদা হয়েও নেই নিস্তার।
নিশিদিনে, কেবলি ভাবে মনে মনে-
সময় গেল, খোকা আমার মানুষ হল, হেলায় খেলায়।
কিন্তু সেটা না হয় যাতে কোনমতে, খোকা’র খোকার বেলায়!
তাইতো দাদার মতে পোতার সাথে, কোন কিছু নেইকো বারণ
দাদা ভাবে খোকা’র খোকা সবে, অপূর্ণ স্বাদ করবে পুরন।
সব খোকারই ধ্যান জ্ঞান, বাবারা তাদের সব সুপারম্যান,
যেন সব সমাধান, আছে তাঁদের কাছে বিদ্যমান।
খোকা ভাবে, বাবার কাছে সবি পাবে,
শুধু কেবল চাইতে হবে।
বাবার হাতে ঘুড়ির নাটাই, সব খোকারা তা ছিড়তে চায়।
বাবারা সব বাতাস ফেরে, সুতো ছাড়ে আস্তে ধীরে
অন্তর আর মাথার টানে, বাবারা থাকে মধ্যখানে
ভুল তাতে পারে হতে, বাবার স্বল্প জ্ঞানে।
নাটাইয়ের জোরে, ঘুড়ি উড়তে পারে আকাশ ছুঁতে
আর নাটাইয়ের টানে, ঘুড়ি টিকতে জানে ওই উচুতে।
সুতা ছিঁড়ে যেতে উড়ে, পারে না ঘুড়ি কোন মতে
নাটাই হাতে, বাবা খারাপ হতে, কেউ দেখেনি এ জগতে।