বৃদ্ধের সাথে সৃষ্টিকর্তার বিশেষ সম্পর্ক

আপডেট: ১৫ Jun ২০২২, ১৩:৩৮

বৃদ্ধের সাথে সৃষ্টিকর্তার বিশেষ সম্পর্ক
(সংকলিত)

একজন সত্তর ঊর্ধ্ব বয়সী ব্যক্তি শারীরিক পরীক্ষার জন্য ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে লোকটিকে বললেন, ” ঠিক আছে, শারীরিকভাবে আপনার সবকিছুই খুব ভাল অবস্থানে আছে বলে মনে হয়, তবে মানসিকভাবে কেমন আছেন সেটাও পরীক্ষা করা দরকার? বলুনতো সৃষ্টিকর্তার সাথে আপনার সংযোগ কেমন? ”
উত্তরে লোকটি স্বহাস্য বদনে বললেন,”ওহ সৃষ্টিকর্তার আর আমার মধ্যকার সম্পর্ক খুবই অটুট, আমরা একে অপরের খুব কাছাকাছি।
-সেটা কেমন, দয়া করে একটু বর্ণনা করবেন?
-অবশ্যই, প্রতি রাতে যখন আমি ওয়াশরুমে যাই, তিনি আমার জন্য সুইচ টিপে আলো জ্বালিয়ে দেন এবং তারপরে আমি যখন কাজ শেষ করে বেরিয়ে যাই তখন তিনি আবার আলো নিভিয়ে দেন।
এটা শুনে ডাক্তার একটু অবাক হলেন।
ডাক্তার লোকটির স্ত্রীকে ডেকে বললেন, ”আমি সৃষ্টিকর্তার সাথে তোমার স্বামীর বিশেষ সম্পর্কের বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। তোমার স্বামী দাবি করেন যে প্রতি রাতে তিনি যখন ওয়াশরুম ব্যবহার করেন তখন সৃষ্টিকর্তা নিজে তাঁর জন্য সুইচ টিপে আলো জ্বালিয়ে দেন এবং যখন কাজ শেষে তিনি চলে যান তখন তাঁর জন্য সৃষ্টিকর্তা আবার সুইচ টিপে লাইট বন্ধ করে দেন। এটা কি সত্য?”
স্ত্রী বিরক্ত স্বরে উত্তর দিল –কষ্টের কথা কি আর বলব, ওই নির্বোধটা প্রতি রাতে আমার ফ্রিজের ভিতর মূত্রত্যাগ করে!