জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'শুধু তোমাতে আমাতে প্রভু'।

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১

শুধু তোমাতে আমাতে প্রভু

 

তুমি সর্বদ্রষ্টা মহাস্রষ্টা, আমি পথভ্রষ্ট নগণ্য তুচ্ছ সৃষ্ট
তুমি দাও, সে যা কিছু চাও, যত জ্বালা যন্ত্রনা কষ্ট।

আমি অসহায়, বাচি তোমারই দয়াই, অধম মানুষ মাত্র।
সইবো তোমার সব বিধান, এ দেহে থাকতে প্রাণ,
তাতে ভরে ভরূক অশ্রুতে, নিরবে নিভৃতে মম নেত্র।

সে যন্ত্রণা প্রভু যদি অসহনীয় হয় কভু
বলব কথা আকাশের সাথে।
যদি চোখে অগ্নিস্ফুলিঙ্গ থাকে, সেত তোমাতে আমাতে
অন্যের কি আসে যায় তাতে!

জানি, যা কিছু নেবে তুমি হায়,
সবটুকু তার খাটি সোনা হওয়া চায়।

জ্বালিয়ে পুড়িয়ে বের কর সে সোনা
তুমি মহাজ্ঞানী তাই জানি, শুনবে না কারো মানা।
শোধ হোক তাতে আছে যত দেনা!
জ্বালা না কমাও ক্ষতি নেই তাতে,
সে হিসাব প্রভু, শুধু তোমাতে আমাতে।

তোমার সৃষ্টি তুমি জ্বালাও, জ্বালিয়ে পুড়িয়ে ছায় করে দাও।
কার কি আসে যায় তাতে! কোন হিসেবে কোন মতে?
আকুতি শুধু প্রভু- বাচাও আমাকে
ছিদ্রান্বেষী পচা পুঁজ ঘাটা কিটগুলো থেকে।

কষ্ট দেবে দাও তোমার সৃষ্টি তুমি চালাও
যে ভাবে তোমার মন ভরে।
যা নেবে সব মানি, শুধু নিওনা মোর জীর্ণ অম্বর খানি
যে টুকে আছে আমার কাছে বেদনা ঢাকার তরে।

কেন দিলে এত ব্যথা, কেবল তুমিই জানো সে কথা
না ভেবনা, তোমার কাছে কোন অভিযোগ আছে।

দাস আমি মনিব তুমি, বাস একসাথে তবু
সে সব হিসাব শুধু তোমাতে আমাতে প্রভু।
শুধু আকুতি জানাই, যে কষ্ট তুমি দাও আমায়,
যেন তা প্রকাশ না হয় কভু
ছিদ্রান্বেষীদের কাছে প্রভু।