Heading
আপডেট: ২৯ অগাস্ট ২০২২, ১৫:২৮
জীবনের মূল্য কত?
জানি, সে তুমি দেবে যত, তুমিই তো জীবন দাতা।
সেটা কি বিঘা খানেক জমি, না তার থেকেও দামি
তা শুধু জানো তুমিই বিধাতা।
তোমার ধ্যানে, কি জীবন মানে-
রক্ত মাংসের হাড়ের খাঁচায়
কেবল বন্দি করাই তোমার দায়?
হায় তারপর, সব দায় যার যার!
মিটাতে সে দায় আমরা সবাই
করি খাঁচার যত্ন সাধ্যমত, অবিরাম অবিরত।
সবই মানি আমি, তবুও কেন যে তুমি
খাঁচার মেয়াদ যখন তখন
শেষ করে দাও ইচ্ছে মতন!
বল তুমি হে মহাকর, এ কেমন বিচার তোমার!
কর্ম ফলে তুমি দিচ্ছ নাত, যার পাওনা যত!
এ দুনিয়ার জীবন তো নয়, কারো চাওয়া
সবতো তোমার ইচ্ছা তোমার দেয়া।
আনলে যখন কর তখন, রক্ত মাংসের খাঁচার যতন।
পেতেছ ফাঁদ, মিটাতে কেবল তোমার স্বাদ!
তবে জেন তুমি, হে ভূস্বামী, অবশেষে দিনের শেষে,
জীবন যাবে চলে, খাঁচা ভেঙেও হলে।
কিন্তু যারা রয়ে গেল, তাদের কি হবে বল!
বাচবে তারা কিসের বলে, কাটবে জীবন কিসের ছলে?
বৈঠা ছাড়া দাড় মাঝি তার জীবন তরী
কি করে সে বাইবে সারা জীবন ভরি।
জীবন তাদের হেলাফেলা, যেন মরা মানুষ হেটে চলা।
তোমার সৃষ্টি তুমি নেবে, সে যখন তোমার ইচ্ছে হবে
এটাতো তোমার খেলা, খেলছ কেবল সারা বেলা।
ভূত ভবিষ্যৎ সব জান তুমি, হে প্রভু অন্তর্যামী।
তবু শোন বলি তোমায়, আমি অধম বড় অসহায়
খেল তুমি তোমার খেলা, কিন্তু আমার যে কষ্ট মেলা!