Heading
আপডেট: ১১ মে ২০২৩, ১৪:১৭
সেদিন পথের ধারে, দাঁড়িয়ে এক উদাস ভবঘুরে
দুচোখ ভরে, দখিছে সে দৃশ্য অদূরে।
এক অন্ধ ভিখারি আও আও করি, ডাকিছে পথচারী
বোবা নিশ্চয়! নিজেকে দিয়েছে তাই, সবার দয়াই সপি।
বসে গাছ তলে ফুটপাথে, ধরে থালা দুহাতে
নাঙ্গা ভুখা, মাগিছে ভিক্ষা, বিধাতার নাম জপি।
কখনো কদাচিৎ কোন পরহিতব্রতী পথচারী
দেখে অসহায় ভিখারি, দুখে মন ভরী
দু একটা টাকা ফেলিছে থালাতে
স্পর্শ করি বুঝে নিচ্ছে ভিখারি, আঙ্গুলি বুলায়ে তাতে।
দাড়িয়ে ওভাবে ভাবে ভবঘুরে, সে কিছু করে!
মনে দয়া হয়, কিছু করার মন চায়।
হয় উৎসুক -কোথা থেকে আসে এ অন্ধ ভিক্ষুক!
আবার দিবা শেষে কে এসে, কোথায় নিয়ে যায়?
বেলা গড়ায় ধীরে, গাছের ছায়া যায় সরে
অন্ধের থালাতে বেশ টাকা ভরে।
ভাবে ভবঘুরে দাঁড়িয়ে অদুরে-
অন্ধের থালাতে বেশ টাকা আছে
কেউ নাই পাহারায় ধারে কাছে
কত অভাবী ঘোরে, তবু নেয় না সে টাকা চুরি করে!
এ সমাজে ধনবান যারা, দান করে তারা দুহাত ভরে
যত করে দান তা থেকে ব্যয় বহুগুন, নিজের প্রচারে!
কি লাভ সে দানে, সমাজ যদি না তা জানে! বোঝে ধনবান
তাইতো না হলে প্রচার মন তার, করে আনচান।
কাড়ি কাড়ি দানের ধন ছড়াছড়ি, সরবরাহ অতল
সামিয়ানা তলে লাল নিল বাতি জ্বলে
ক্যামেরার চোখ ঘোরে, একটু মিটকিও না মারে
প্রহরি সব তৎপর চারদিকে সব চোর, অভাবীর দল।
দামী কার্পেট খাসা, গদিআটা চেয়ার সোফা ঠাসা,
সামনে যখন নামি দামি জন, থাকবে বসা
দেখাবে সে দান অতি মহীমান, বাড়বে সম্মান।
এসব খুব দরকার, না হলে জমবে না প্রচার।
আজি এ দ্বিপ্রহরে অদূরে দাঁড়িয়ে সে ভবঘুরে
ভাবিছে দেখে- কি অপরুপ দানের দৃশ্য ঘটিছে সমুখে!
করিছে দান সবে চুপিসারে, কেউ দেখল কিনা নেই তা বিচারে
নেই কোন প্রহরী, তবু করছে না কেউ সে দান চুরি!
ভাবে ভবঘুরে -বৃদ্ধ ভিখারি একাকী ঘরে
রাত গভীর, কাপিছে জ্বরে সারা শরীর বৃদ্ধ ভিখারির!
কেউ কি আছে! কপালে বুলিয়ে হাত, নেবে তাকে কাছে!
চোখ দুটো ভিজে যায়, ভাবে -সে নিরুপায় এক ভবঘুরে।
হটাৎ মাথার উপর, কালো কুৎসিত এক কাক
কা কা করে দেয় ডাক
পায় সম্বিৎ ফিরে, সেদিকে তাকায় ভবঘুরে।
অন্ধ ভিখারি, বেচে আছে এত কাল ধরি, এ ভবে!
ভাবে ভবঘুরে -বয়স কম করে, সত্তর তো হবে।
ভবঘুরে মুচকি হাসে, মলিন মুখখানি তার খুশিতে ভাসে।
যেন নিজেকে উপহাস করে
উড়ন্ত কাক পানে দেখে আশ্বস্ত নয়নে, নিজ পথ ধরে।