Heading
আপডেট: 2023-12-25 13:13:13
তুমি শক্তিমান, প্রভু মহান, তুমি সর্বদ্রষ্টা।
আমি দীনহীন অধম, বাচি দমে দম,
চোখে ধাঁধা, না মেটে ক্ষুধা, না মেটে তেষ্টা।
যা করি আর যা হেরি, আর যা ভাবি মনে
তোমার কাছে সব জানা আছে, আছে নখদর্পণে।
এইতো ক’দিন আগে, যেন সেদিন লাগে
এল খোকা আমার ঘরে, হাটি হাটি পা পা করে
ভেবেছিলাম রাখবো তারে, সারা জীবন বাহু ডোরে।
খোকা আমার বড় বলে, গেল সে দূরে চলে!
হোক না যত কষ্ট, জান তুমি, হে সর্বশ্রেষ্ঠ
বাবারা সব থাকে ভাল, খোকার ভালো হলে।
বাঁশি আমি বাদক তুমি, যেমনি বাজাও বাজি আমি
কি যে বাজাও, কি সুর সাজাও
তা কেবল জানা তোমারি, হে কান্ডারি অন্তর্যামী।
বুঝি আমি, হে বিধাতা বলবে তুমি,
‘তুমিও ছিলে জানি, একদিন কারো সোনামনি’।
কর্মকান্ড করে শত, সময় হলেই নিজের মত,
সবাইকে এলে ছেড়ে, নিজের জীবন নিলে গড়ে।
জানি আমি সে সব কথা,
জানি তুমি বুঝবে না তা, আমার ব্যথা।
এ আমার অজ্ঞতা, আমি অধম, তুমি বিধাতা।
বলবে তুমি, এটাই নিয়ম, চলছে অদি অনন্ত কাল
নিয়ম মেনেই চলবে সবে, উঠবে সূর্য্য হবে সকাল।
ভুবন ভরে এমনি করে, খেলার ছলে,
বেধে আটি আকাশ-মাটি, মায়ার জালে,
বল, কি লাভ পাবা!
রেখেছ যে ফাঁদটি পেতে, জান সবে পড়বো তাতে,
আমরা যে সব মাটির বাবা।
সবই মানি তবু বাবা আমি, রক্ত মাংস হাড়ের খাচায়।
দুনিয়া চলে নিয়ম বলে,
কিন্তু, মানুষ আমি, তা ভোলা যায়!
আমার খোকাও দিনে দিনে, এমনি ফাঁদে পড়বে কোন
তানা হলে দুনিয়া চলে! চলায় যে তার ব্রত হেন।
বড় হলে, সব খোকারা যাবে চলে
নিজের জীবন স্বপ্ন ভুবন, গড়বে বলে।
এটা তোমার খেলা সারা বেলা, এ বিশ্ব ভবে
আমি অসহায়! জানি আমায়, তা খেলতে হবে।