জীবনের অর্থ খোঁজার প্রয়াসে রচিত ছন্দ কবিতা 'এবার ফেরার পালা'।

আপডেট: 2023-08-29 14:46:27

এবার ফেরার পালা

 

জীবন নদীতে সবার, আসে জোয়ার ভাটা অনিবার
এটাই নিয়ম, চলে সব জীবন, অন্যথা নেই তার।

জীবন জোয়ারে, উজানে বেয়েছি দাড় জোরে
এক করে রক্ত মাংস হাড়, ভাটাতেও থামায়নি সে দাড়।
নানা ছলে বলে, কৌশল করে, জিতেছি হারিয়ে অন্যরে।

জোয়ার ভাটায় এভাবে এগোয়, সব জীবন তরী
থাকে সবে ব্যস্ত, অন্যকে করতে পরাস্ত সারা জীবন ধরি।

আজি এই ক্ষণে, কেমন করিছে মনে, সমুখে মোহনা
বুঝি আর দেরী নাই, ঘনিয়া আসিছে সময়
দেখা যায় অদূরে, বেলাভূমি ঘিরে সাদা সাদা ফেনা।

যখন পথ ফুরায়, শেষটা দেখা যায় প্রায়
তখন মন চায় একটু দাঁড়ায়,
দেখি পিছে কি আছে কি নাই।

পথের শেষে এসে, মনে হয় অবশেষে
যা কিছু ফেলে এসেছি পিছে, তা সব ছিল মিছে
হোক না তা জয় বা পরাজয়, সব তা ছিল ব্যয়।

এসে জীবন সায়াহ্নে, ভাবনা আসে মনে
বাকি পথ চালাব রথ, চেয়ে ভিতর পানে মগ্ন থেকে ধ্যানে।
ভাসিব আনমনে, ভাটার টানে ধীরে
সাগরে ডুবিবে জানি, মোর নড়বড়ে নাওখানি জলে ভরে।

ভাবছি মনে মনে, দাঁড়িয়ে জীবনের এই সন্ধিক্ষণে
আনচান করে মন পৌছাব কখন, ধার্য ধামে সাগর সঙ্গমে।
এ ধরায়, এ যেন শেষ ভাটা হয়, আবার না আসে জোয়ার ফিরে
হৃদয় করে দুরু দুরু, কখন হবে শেষটা শুরু, নিঃশেষ হব সাগরে।

জোয়ারের লহর, ভাঙ্গে পর পর, পর্বত সম উঁচু সে বহর
উঠা আর নামা, সুখ দুঃখ বেদনা
কেবল শেষটা সত্য, সবই অনিত্য স্থায়ী না।

আঁধার কেটে আসে দিন, করে জীবন সাদা, কাল, রঙ্গিন
ভাঙ্গিছে দাড় শত, ক্লান্ত হয়েছে বাহুদ্বয় কত।
ছিড়েছে পাল তবুও ছাড়িনি হাল, সমুখে সুদূর দিগন্ত
মন ভরা আশা, উপরে আকাশ ভরসা, অসীম অনন্ত।

পড়েছে বেলা হেলে,
জলের তোড়ে, উঠিছে নড়বড়ে নাউখানি দুলে।
ছেঁড়া পাল ভাঙ্গা হাল, নাওয়ের অবস্থা বেহাল
হয়েছে ফুটো শত, আর কত! ভরিছে জল করে কল কল।

জীবন ভরা অতৃপ্তি আর জ্বালা! গড়িয়ে পড়েছে বেলা
এবার ফিরিবার পালা।
পড়ে রল যা সব তা মরিচিকা, সব ফাঁকি 
নিঃশেষ হতে, মুক্তি পেতে শুধু বাকি।

করেছি কত যতন, জীবন ভর নাওখানি মোর সাধ্যমতন
শেষে আমার, সময়ের কাছে হল হার!
জলের বিন্দু দিয়ে গড়া, এতকাল ছিলাম মাতৃ ছাড়া
এবার ফেরার পালা, ফিরছি জলে ফেলে সব ভব খেলা।