Heading
আপডেট: 2023-07-25 13:32:26
বিশ্ব বিধাতা, অপার তাঁর ক্ষমতা,
গড়েছেন তিনি, তাঁর এ ভুবনখানি।
তিনি সর্বত্র, তিনিই একমাত্র মহাজ্ঞানী।
অনিত্য সব জীবন, থাকে ভয়ে সারাক্ষণ
সব ফেলে যেতে হবে চলে, যখন তখন!
তবুও সদা ব্যস্ত, জানতে সমস্ত, নানা কৌশলে
কিন্তু হায়! সব অপূর্ণ রয়, ডুবে যায় বেলা অস্তাচলে।
জানে সম্ভব নয়, তবুও মন চায়, করে বৃথা শ্রম ব্যয়।
অসীমের খোঁজে, সসীম ঠিক তা বোঝে
চর্ম চক্ষে যা দেখা যায়, তা ভ্রম ছাড়া কিছু নয়।
ডুবে আলোর মিছিলে, বোঝেনি মানুষ আলো কাকে বলে
আলো আলো করে, অবুঝের দল ভরিল গগন চিৎকারে।
কহিল বিধাতা বুঝবে না তা, চারদিক আলো হলে
আলোর ঝোরে, কালো বুঝবে কি করে? না ডুবে অন্ধকারে।
মানুষ সবাই হা করে রয়, বিধাতার কথা বুঝতে না পায়
বলে তবু, আলো কি তা বুঝতে দাও মোরে প্রভু, হও সদয়।
মানুষের আকুতি পূরণে, নিভে গেল আলো সবার জীবনে
বিধাতা, ঢাকিল সব আত্মা, দেহ আবরণে।
বুঝিতে চেয়ে আলো, মানুষ চেয়ে নিল কালো চিরতরে
এখন ডুবিয়া আঁধারে, সকলি কেবল আলো আলো করে।
আঁধারে ডুবিয়া মানুষ পেল হুস, বুঝিল আলো কি তা শেষে
বুঝিল অবশেষে, কি ছিল ভাল আলোর সে দেশে।
মানুষের তরে সব জানা, কখনো সম্ভব না
সেটা হাস্যকর, পাচ কানার হাতি দেখার মত ব্যাপার।
এক কানা যা জানে, তা শুনে অন্য কানা মুচকি হাসে
ভাবে, কাটিছে জীবন সবে, বোকার স্বর্গে বসে।
এ দুনিয়াই ছোট বড়, জীব ও জড় যা দেখা যায়
এ ভুবন জুড়ি সব তাঁর সৃষ্টি ঘুড়ি, বাঁধা শক্ত সুতায়।
নাটায় তাঁরই হাতে, সব চলে তাঁরই মতে
সুতার টানে চলে মনদেহ, না মেনে পারে না কেহ।
সব আলো, সব ভাল, দেখে দেখে সারাক্ষণ
আঁধার দেখিতে সবার, আনচান করে দেহ মন।
তারপর যবে আঁধার ঘনায়, সব কিছু গিলে খায়
বন্ধ কারায়, আলোর লাগি সবে করে হায় হাঁয়।
এ ধরায়, মানুষ খুব অসহায়, দেহ আবরণে
সারা জীবন ধরে, অতৃপ্তি থাকে ভরে শরীরে মনে।
যতদিন থাকবে কায়া, না কাটাবে তার মায়া,
না ত্যজিবে দেহ কারাগার।
থাকুক না যত শক্তি, দেখাও যত ভক্তি, পাবে না মুক্তি
জামিনও রবে সুদূর, হবে না দূর আজন্ম আধার।