Heading
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯
শুরুটা যাই থাক, মাঝের গল্প সবারই পৃথক পৃথক
প্রথম মধ্যম নির্বিচারে, শেষটা এক সবার ব্যাপারে।
সব জীবনই যথা, অসম সুখ ব্যথা, সফলতা বা হেয়
সব শেষে যখন মৃত্যু আসে, আলাদা নয় তখন কেহ।
থাকুক যার যত, সবাই চিত হয়ে শায়িত শবদেহ।
সব জীবন, থাকে সারাক্ষণ, ভয়ে ভরা মন
কি যে হবে পরে! ত্যাজিলে জীবন এ বিশ্ব চরাচরে!
তারপর কি হবে! থাকবে সবে কোথায় কি ভাবে?
এভাবেই কেটে যায়, শুরু আর শেষের মধ্যের সময়
দিয়ে অদৃষ্টের দোহায়, সবাই চিন্তায় ডুবে রয়।
কত কিছু ঘটে এ ভব তটে, মধ্যম সময়ে
থাকে ব্যস্ত সকলে, সকালে বিকালে
জোটাতে বেবাক এপারের খোরাক, আর ওপারের ভয়ে।
এ পারের খোরাক, যে যা পাক, সব মরীচিকা সম
কেউ জানে না একদম, কত হলে বেশী, কত হলে কম।
মিটাতে ক্ষুধা মনদেহের, উপেক্ষা করে অনিশ্চিত ওপা্রের
নগদটা গুণে, মিটাতে দায় জনে জনে, ফুরায় সময় এপারের।
কপালের তিলক, সে যত গাড় হোক, কখন তা ঘামে ধুয়ে যায়!
ক্লান্ত কলবরে, কখন কোন বাটে, কাপড় যায় উঠে হাটুর উপরে
অবুঝ অসহায় ভক্তের বেলায়, সে খেয়াল রাখা সত্যিই বড় দায়!
বধকাষ্ঠ কণ্ঠহার, তৈরি দামি ধাতুর, ঝুলায় ভক্তরা গলায়
ক্ষুধার জ্বালায়, সে কন্ঠহার যত হয় পরিণত, ধাতুর মালায়।
অনেক দাম যেচে, বাজারে তা বেচে জীবন বাচায়।
সবাই এ ধরায় করিছে লড়াই সব সময়, এ মর্তের খেলাঘরে
না বুঝে আকাশের ধাঁধাঁ, জিতে যায় ক্ষুধা, এ জগৎ সংসারে।
হেরে নিজ খেলাঘরে, তবুও আকাশ ভরে সূর্য চন্দ্র তারায়
এ জীবন এ বিশ্ব ভুবন, সব তাঁরই দান, তিনিই বাচায়।
সৃষ্টি বাচার আনন্দে, হার জিতের দ্বন্দে
আকাশ হেরে জিতে যায়।
জীব জড় বৃক্ষ, আকাশ মাটি অন্তরীক্ষ,
এ বিশ্ব ভুবনে, সব কোণে কোণে
সমুখে, যা কিছু চর্ম আর দিব্য চোখে প্রতীয়মান
সব তাঁরই সৃজন, তাঁর রুপ মূর্তিমান।
চর্ম চোখে, কোন ভক্ত তা দেখে প্রবুদ্ধ মানুষের মাঝে
আবার কেউ তাঁকে দেখে দিব্য চোখে, নানা পার্থিব সাজে।
তারপরে সবে মিলে, করে জপ মাথা হেলে, সকাল সাঁঝে।
সবের স্রষ্টা যিনি, দেখে সব হাসেন তিনি
করিছে কি তাঁর সৃষ্ট সংসার!
তাঁকে করতে তুষ্ট, ঘৃণা করে একে অপরে তাঁরই সব সৃষ্ট
তাঁরই সৃজন ধ্বংস করে নির্বিচারে, অন্য সৃষ্টি তাঁর!
তাঁরই সৃষ্ট করিছে বিনষ্ট, অন্য সৃষ্টি তাঁর!
এ বিশ্ব চরাচর, বিধাতার এক বিচিত্র খেলাঘর
জানে সবে এ ভবে, কারো হবে জিত কারো হার।
স্রষ্টার দোহায় দিয়ে, তাঁরই নাম নিয়ে
তাঁরই এ ভবে ভক্তেরা সবে, একে অন্যকে করিছে নিধন!
ভক্তের এ ভব খেলায়, হয় জয় পরাজয় সবার বেলায়
সবাইকে করুণা করেন তিনি নানা বেশে, পক্ষ নির্বিশেষে
ভেবে দেখ মন, এটাই জীবন।