Heading
আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১৪:২৯
ভেবে দেখ মন, ক্ষনিকের এ জীবন
মেনে নিয়ে মানিয়ে নেয়া ছাড়া আর কিছু না।
জীবনে যা কিছু পাও, আর যা কিছু নাও
তা নয় আয়,সবই দায় সব দেনা।
আছ সবাই ঘোরে, নিজেকে দেখ বাহির করে
যা নিয়েছ তার, কিছুই নয় তোমার।
পাত্র তোমার শুন্য করে, গেছে নিয়ে নিজ ঘরে
নিয়েছে যারা সবাই তারা, কেউ আপন আবার কেউ পর।
নাও যা কিছু তা থাকে না, খালি পাত্র ষোল আনা।
তবে দেবে যত, তুচ্ছ হোক না তা হিসেব মত,
হোক না তা একটি দানা
সে পাত্র থাকে ভরা, কানায় কানায় পুরা ঠিক মত।
সব কিছুর মালিক যিনি, কেবল দিতে পারেন তিনি
তোমার দেয়ার ইচ্ছে হলে, তিনিই দেবেন তোমার বলে
ইচ্ছেটাই বড় কথা, দেয়াটা তাঁর ক্ষমতা, মালিক যিনি।
পেয়েছ যা সব তা, তাঁরই দেয়া তাঁরই দান
দানের থেকে করবে দান, প্রতিদান দেবেন মহানের মহান।
কৃতজ্ঞ থাকতে হবে, যা পেয়েছ তা তাঁরই দান এ ভবে
দেয়া নেয়া করেন যিনি, সব কিছুরই মালিক তিনি।
মালিক মহান, ভান্ডার তার অঢেল অফুরান
যেটুকু পাবে সেটুকুই নেবে, তোমার পাওনা ভেবে।
পেলে অন্যে, যেন না আসে কোন হিংসে মনে
তাতে পড়বে না কম, তোমার ভাগে একদম।
তোমার কর্ম তুমি করে যাও
হিসেব করোনা কি পাও না পাও।
কি পাওনি কেবল তা না ভেবে
কি হারাওনি সেটাও ভাবতে হবে।
তাহলে জীবন বদলে যাবে
সম্পদ নয় শান্তি পাবে।
তুমি কম পেয়েছো! তাই কাদছো বসে!
দেখ দেখি একটু নেমে, দেখ ভেবে একটু থেমে
তোমার চেয়েও কম পেয়েছে, পাবে তুমি ধারে কাছে
আছে বসে তোমার পাশে।
তাঁর দুনিয়া তাঁরই খেলা, খেলেন তিনি সারা বেলা
কেন খেলেন তিনি তা? কেউ জানে না সে কথা
সেটাই সবার অজ্ঞতা।
তোমার কর্ম যা, কর বিধাতা তুমি তা,
আর আমারটা করি আমি।
মেনে তোমার শাসন, এ ভাবেই কাটবে জীবন,
সেটা জানি, হে অন্তর্যামী!