জীবন থেকে নেয়া কাহিনী অবলম্বনে রচিত ধারাবাহিক উপন্যাস 'জীবনের অন্যপিঠ' এর নির্যাস।

আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১৩:০৭

'জীবনের অন্যপিঠ' উপন্যাসের নির্যাস  

 

-খোকাবাবু, মানুষের জীবন একটা প্রবাহমান নদীর মত, প্রতি মুহুর্তে এগিয়ে চলে মহাকালের টানে। জোয়ারের সময় সমুদ্র যখন ফুলে ওঠে তখন সেখান থেকে জল প্রবাহ এসে নদীর দুকুল ছাপিয়ে দেয়, সে জোয়ারে নদী নিজেকে যেন হারিয়ে ফেলে কিছুটা ভ্রমেরও সৃষ্টি হয়, নিজের কাছে নিজে যেন অচেনা হয়ে যায়, তখন প্রবাহটাও উল্টো দিকে বহে। কিন্তু দিন শেষে জোয়ার থেমে গেলে নদী স্বরূপে ফিরে সমুদ্রে বিলীন হবে বলে নিজ গন্তব্যের দিকে আবার বইতে থাকে।
অমর নীরবে শুনছিল রামদয়ালের কথা।
-এগোনই জীবনের ধর্ম, তোমারটাও তায়, কিন্তু একটু ভিন্ন। কারণ তোমার ক্ষেত্রে প্রবাহটা মাঝ পথে এসে দুভাগে ভাগ হয়ে গেছে। দুটো ভাগই চলছে ভিন্ন দিকে, ভিন্ন গতীতে যে যার মত। এ দুটোর মধ্যে গতির যেমন মিল নেই, অমিল রয়েছে গন্তব্যেরও।

***

-আমার যে কোন উপায় নেই রামদয়াল! আমি যে দুটো চলন্ত নৌকায় দুপা ভর করে দাড়িয়ে আছি, চলছি স্রেতের ধাক্কার সাথে তাল মিলিয়ে। কিন্তু স্রোতের তেজ বেশী হলে ছিড়ে দুভাগ হয়ে যাওয়া ছাড়া আর যে কোন উপায় থাকবে না আমার।
অসহায়ত্বের কষাঘাতে আহত কণ্ঠ অমরের।