Heading
আপডেট: 2024-05-04 13:32:32
শেষ থেকে শুরু, মাঝে একটি রেখা খুব সরু,
থাকে অদৃশ্য সদা, যায় না দেখা কিঞ্চিৎ।
ভিতু মন সব জানে, তবু চায়না নিতে তা মেনে,
যদিও জানে জ্ঞানে প্রমানে, আছে সে রেখা নিশ্চিত।
প্রভুর অংশ হতে, সে সরু রেখাটা কোন মতে,
পার হতে হবে সবার,
সেটাই ধ্বংস সেটাই মৃত্যু, সেটাই সত্য বিধান বিধাতার।
এ কেবল বোঝার ভুল,
তাই ধ্বংসযজ্ঞে কাঁদে সব প্রাণী কুল।
অধম অবুঝের দল, না বুঝে কাঁদে কেবল।
এক দল প্রতিদিন, প্রতিপদে প্রতিক্ষণ,
সে রেখার কথা, নানা ভাবে করিছে স্মরণ,
দমে দম সারাক্ষণ।
থাকে তারা ভয়ে সারা, আজীবন!
বাকি এক দল, নিজেকে ভাবে খুব সবল!
এমনি ভাবে চলে এ ভবে, যেন থাকবে চিরকাল।
যেন যাবে না ওপারে, কোনদিন সে রেখা পার করে।
কেউ জানুক না জানুক সে তথ্য,
কেউ ভাবুক না ভাবুক তা নিত্য।
সে রেখা পার হতে হবে, জানে তা সবে
এও জানে মনে প্রাণে, সে রেখা চিরসত্য।
জীব জড় যত, ঠিক সময় মত
জানে সে রেখা তার, হতে হবে পার।
একদিন হবে সব ধ্বংস, হবে সবাই মহাশক্তির অংশ।
নব নব সৃষ্টির তরে, মহাশক্তি নিজ করে,
জীব জড় যত, করিছে বিনাশ অবিরাম অবিরত।
ধ্বংস, মৃত্যু যা দেখা যায়, তা প্রকৃত শেষ নয়,
সব কেবল রূপ বদলায়।
ফিরে ফিরে আসে, প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে
বিধাতার প্রতিনিধি হয়ে, অন্য রূপ লয়ে।
ওরে ও অবুঝ মন, ভাব সব দমে দম
থেক না ওরে মন, ভ্রমে ভরে সারাক্ষণ।
মেনে নিতে হবে, বিধাতার এ ভবে, জীবনের তরে
যা কিছু এ ধরায়, সবই তিনিই করায় নিজ করে।
যা কিছু করো, যা কিছু ধরো
পারবে না এড়াতে কোনমতে, বিধাতার এ যজ্ঞ।
তাঁর সময়ে তাঁর উপায়ে, শেষ হবে সব বলির পাঠা হয়ে
যা হওয়ার হবে তায়! আমারা সবাই অসহায় অজ্ঞ।
স্বয়ং বিধাতা করিছে খেলা, সারাক্ষণ সারাবেলা
ধ্বংস মৃত্যু এ সব তাঁরই লীলা, তাঁরই পার্থিব মেলা।