জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা "আমি ও প্রভু"।

আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩

আমি ও প্রভু

তুমি মহাস্রষ্টা সর্বদ্রষ্টা,
আমি নগণ্য পথভ্রষ্ট তুচ্ছ সৃষ্ট।
তোমার সৃষ্টি তুমি চালাও, যে ভাবে তুমি চাও,
সবই তোমার দান, সুখ দুখ, যন্ত্রনা বা কষ্ট।

আমি অতি অসহায়,
বাচি তোমারই দয়াই।
এ বিশ্ব সব তোমারই ক্ষেত্র
আমি অধম নরাধম, সাধারণ দাস মাত্র।

আমি দেখেছি ভেবে, যতটুকু তুমি নেবে,
পুরোটা তা করবে যাচায়।
কোন খাঁদ নয়,
সবটুকু তার খাটি সোনা হওয়া চায়।

জ্বালিয়ে পুড়িয়ে বের কর সে সোনা,
কেউ করিনি তোমাকে মানা।
শোধ হোক তাতে যা আছে মোর দেনা!

জ্বালা না কমাও ক্ষতি নেই তাতে
সে হিসাব গুধু তোমাতে আমাতে।

কষ্ট দেবে দাও,
তোমার সৃষ্টি তুমি চালাও
যেমনি করে তোমার মন ভরে।

থাকিতে এ দেহে প্রাণ,
মানিবো তোমার সব বিধান।
সহিব সব নীরবে নিভৃতে, সদা সর্বত্র
তাতে ভরে ভরূক অশ্রুতে মম নেত্র।

সে যন্ত্রণা প্রভু,
যদি অসহনীয় হয় কভু!
বলিব কথা আকাশের সাথে।

জর্জরিত অঙ্গে, চোখ যদি থাকে ভরে স্ফুলিঙ্গে!
সেত প্রভু! তোমাতে আমাতে
অন্যের কি আসে যায় তাতে!