Heading
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩
তুমি ভূধর, আমি কিঙ্কর
তুমি জান কি আমার দরকার?
তাই, তোমার কাছে চায়নি কিছুই কভু
না চায়তেই সব তুমি দাও প্রভু।
একটু আকুতি তোমার প্রতি,অধম সৃষ্ট আমি,
নিওনা কেড়ে মোর শীর্ণ অম্বর খানি;
তা দিয়ে যত সব ক্ষত, রাখি আড়াল করে
যা কিছু দেয় বেদনা মোরে!
কেন দিলে এত ক্ষত তুমি,
তা কেবল তোমারি জানা হে অন্তর্যামী!
তা বলে ভেবনা পাছে,
তাতে আমার কোন অভিযোগ আছে?
শুধু ক্ষত ঢাকার তরে, দিও একটু আবরন মোরে
তা যেন প্রকাশ না হয় ওদের কাছে।
তোমারি সৃষ্টি সমাজের সভ্যজন,
বিচার করে তারা, করে ছিদ্রান্বেষণ।
যে ছিদ্র সৃষ্টি তোমার
সে দোষে কেউ যদি দোষে আমার!
ক্ষমতার জোরে যদি মোরে দাঁড় করায়,
বিচারের কাঠগড়ায়!
জান তুমি সারা, বিচার আমার করিতে তারা,
করিছে বিচার তোমার!
হে বিচারকের বিচারক!
আমার আকুতি শুধু এই টুকু হোক-
তোমার সৃষ্টি তুমিই জ্বালাও,
জ্বালিয়ে পুড়িয়ে ছায় করে দাও।
কার কি আসে যায় তাতে!
সে হিসাব কেবল তোমাতে আমাতে।
শুধু শক্তি দাও বাচাতে নিজেকে,
পচা পুঁজ ঘাটা ছিদ্রান্বেষী কিট থেকে।