জীবনের অর্থ খোঁজার প্রয়াসে কবিতা ' আকারে নিরাকার'।

আপডেট: ০৪ অগাস্ট ২০২২, ১৫:১২

আকারে নিরাকার

 

ভিতরে সদা বসি, করিছে আকুতি দিবানিশি
ছাড়া পাবে কখন কবে, ফিরবে সে নিজ আলয়ে।
কিন্তু সেত বিধাতার ঘর, ঢুকতে সেখানে তোমার
ছাড়লে এ ঘর ঢুকবে তারপর, কিছূ না সাথে লয়ে।

স্বর্গের ধণ, বসে ভিতরে সারাক্ষন, গোনে দিন ক্ষণ
থাকবে না শেকলে, বেরোবে ছলে বলে।
সে যে আটকা ভিতরে, বাহিরে আসিতে না পারে
কেবলি ধুকধুকিয়ে বলেঃ
চায়না আমি ওরে, থাকতে এ কাদা মাটি ঘরে
ঘর যে আমার দ্বারের ওপারে।

দ্বারের ওপারে বসি খোদা, জানি ভাব আমারই কথা সদা
নিজেকে আমি, করি টানাটানি, ভিতরে ভিতরে।
বাহির হলেই আমি, খুলবে তোমার বন্দ দুয়ার খানি
জানি প্রভু তুমি কভু, আটকাবে না মোরে।

নিশ্চিত জানি যতক্ষণ আমি, থাকবো জ্ঞানে
তোমাতে আমাতে, হবে না মিলন কোনমতে
বাধা দেবে দ্বার, ঘরের তোমার।

না পারিলে জ্ঞানে, মিলবো মোরা ধ্যানে।
না ঘর আমার, না দুয়ার তোমার
ঠেকাতে পারবে না কভু, তোমার আমার মিলন প্রভু।

এপারে যা কিছু, সবি তার মাথা পিছু,
হয় বুঝে নিতে, মেপে নিক্তিতে তার সবকিছু।
সময়ের ধাক্কায়, অংকের খাতায়, সব শেষ হয়ে যায়।

ওপারেতে নেই কোন তাড়া, সময় দেয় না সেখানে সাড়া।
সময় কথাটা কেউ না জানে, নেই কোন অভিধানে
নেই কোন শেষ, শুধু শুরু ছাড়া।

হিংসা বিদ্বেষ, অভাব জ্বালা বা শেষ, সব এপারের কথা
যা কিছু নাধর্মী ঋণাত্মক, জ্ঞান হোক বা অনুভব অনুভূতি
ওপারে সবই নিষিদ্ধ তার, নেই জানার কোন অনুমতি।
সে সব এপারের কথা, ওপারেতে নেই কোন মাথা ব্যথা।

ওপারের সবই অনন্য, এক অভিন্ন, সবই আলো
সবই ভালবাসা, সবই শক্তি, সবই কেবল ভাল।
ফুল নেই কোন, আছে শুধু জেনো সুবাসিত গন্ধ
কায়া বিনা ছায়া, ছায়াই ছায়াই হয় না কোন দ্বন্দ্ব।

এপারের জীবন, এ বিশ্ব ভুবন, আর কিছু নয়
কেবল কাটানো সময় শুধু পাওয়ার অপেক্ষায়।
পাব কি পাব না সদা হয় ভয়
আছে কিনা সেটাও অজানা, জানে তা সবাই।

দ্বারের এপারে সব ব্যয়, সবই দুঃখ দিয়ে শেষ হয়।
ওপারেতে সব আয়, ব্যয় কথা অভিধানে নাই।
এপারের যা কিছু ধাবিছ পিছু পিছু
সবই তার মরিচিকা ধুধু বালুকা ছাড়া কিছু নয়।

এপারে বাস আমার, ওপারেতে তোমার
তফাৎ শুধু আবাসের তোমার আমার।
তোমাতে আমি আর আমাতে তুমি
পৃথক কিন্তু এক ও অভিন্ন একাকার।

স্রষ্টা যদি না রয় সৃষ্টির মাঝে,
সে সৃষ্টি পুরোটায় বাজে, তা কি নিখুঁত হয় কভু!
এপারটা কিঞ্চিৎ আমার, ওপার পুরোটা তোমার
এপারে আমি তোমারই আকার, তুমি নিরাকার
এপার ওপার দুপারই পুরোটা তোমারই প্রভু।