জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'আন্ডারগ্রাউন্ড' ।

আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৪

আন্ডারগ্রাউন্ড

 

দাঁড়িয়ে কাঠগড়ায়, নিয়ে মাথায় নেতার সব দায়
বাস্তবিকই এক বজ্রদন্ড, পুরোপুরি ভন্ড
গড ফাদারের রক্ষা বর্ম, সেটাই ওর ধর্ম-কর্ম।
সমাজের সৃষ্টিতে আর আজ আইনের দৃষ্টিতে,
ও দাগী আসামি, তা সবাই আমরা জানি।

সমাজপতির সৃষ্টি কৌশলে, বজ্রদন্ড কালে কালে।
নেতারা সবে, সমাজের অট্টালিকা সম এ ভবে
তারা না বাঁচলে সবাই, সমাজের আশ্রয় হবে কোথায়?
কে নেবে দায়, কি হবে জনতার উপায়!
কে দেবে নেতৃত্ব জনতার, কে নেবে সাধারণের ভার!

নেতা সমাজের আস্থা, তৈরী করেছে কি দারুণ ব্যবস্থা
নাম দিয়েছে তার আন্ডার গ্রাউন্ড।
উদ্দেশ্য সুদূর, আর কি মধুর সাউন্ড।
সেখানে একবার গেলে, যে যা চায় তাই মেলে।

যা কিছু হারাক বা যা দরকার থাক
মিটাতে শরীর আর মনের খোরাক
আছে সব জানা অজানা, নিতে নেই কোন মানা,
হোক না তা প্রেম ভালবাসা বা সোনা দানা।

গড ফাদার, দেবে যা দরকার, শরীর ভরা দয়া তার
যা চাবে তাই পাবে, সবই আছে ওখানে
শুধু নিতে হবে কাছে টেনে।

নিচের ভুবন, সে এক অন্য জীবন
সব পাবে, মন ভরে যাবে, মিটবে সব প্রয়োজন।
যদিও সব তার অন্তঃসার শূন্য, কেবল শরীরের জন্য
সে কোন বিষয় নয়, ভাবনাটা অন্তরে না ঢুকালে হয়।

শুধু নিতে হবে,
আত্মা, নৈতিকতা, সব ফাঁপা নীতিকথা, মরেছে সেই কবে
জোর যার মুল্লুক তার, নেবে সব যা কিছু দরকার।
সে এক অন্য জগত, সবই সেখানে নগদ নগদ
কিছুতেই নেই মানা, গাছ না লাগিয়েই ফল ষোলআনা।

যদিও সব সময় মনে থাকে ভয়, কখন কি যে হয়!
চারধার শুধু, অন্ধকার ধূ-ধূ, অন্য কিছু নেই আর।
কেবল সেটুকুই দেখে তার,
যেটুকুর উপর আলো ফেলে গড ফাদার।

খোলা আকাশ নির্মল বাতাস বা সূর্যালোক
ওসব সেখানে অজানা শোলক
সেখানে দেখা যায়, শুধু যা দেখানো হয়।
সমস্যা নেই তাতে, গড ফাদার থাকলে সাথে।
সবাই গড ফাদারের সাথে তাই,
যোগাযোগ রাখতে সদা ব্যস্ত রয়।

গড ফাদার আছে যতদিন, ওদের আয়ু ঠিক ততদিন
তাইতো বাঁচাতে গড ফাদারের জান,
ওরা সদা প্রস্তুত দিতে নিজেকে বলিদান।

উপরের সবাই ঘরে ফিরে যায়,
আপন আবাসে সব কাজ শেষে।
উপরের কাজ সেরে, নিচের ওরাও ঘরে যায় ফিরে
অন্ধকার নিবাসে।

নেতারা মানুষের জন্য, মানুষের সেবাতে তারা ধন্য
যত ধ্যান জ্ঞান, তা শুধু জনতার উন্নয়ন
জনতার মাঝেই কাটে নেতার জীবন।
জীবন বিলানো নীতি যে নেতার,
কৃতজ্ঞতা বলে কি কিছু নেই জনতার!

দেশ জনতার উন্নতি হয় যে নেতার ত্যাগে
যদি গড়ে কিছু অংশ পড়ে তার ভাগে!
সমাজের মতে, কি বা এসে যায় তাতে?
নেতা যা করে তাতো পরের তরে এ ভবে,
সে কথা জনতা বুঝতে হবে।

নেতারা সমাজেরই অংশ, তফাৎ শুধু উঁচু আর নিচু বংশ
না থাকলে সমাজপতি, মানুষের কি হবে গতি?
এ ভব সংসারে, মানুষ যাবে কার দ্বারে
ভাব সকলে, কর্মী মরলে, কে দেবে বার্তা ঘরে ঘরে।

সমাজপতি, জনতার লোক, সমাজের চালক
এই বলে তার পরিচিতি হোক।
যা কিছু দরকার তার সেবার, করবে কে সে?
আকাশের ফেরেস্তা এসে!
নেতার সেবা’র যা দরকার হোক,
করবে তা সব সমাজেরই লোক।

অট্টালিকা সমান সমাজপতির জান মান
দাঁড়িয়ে মূক বজ্রদন্ড, শুষে নিতে নেতার সব কু-কান্ড।
রুখে দেবে সব ঝড় ঝাপটা যত,
দাঁড়িয়ে নীরবে বলির পাঠার মত।

সমাজের প্রয়োজন অতি, তাইতো তিনি সমাজপতি
কি মহান কাজ! তাঁকে রক্ষার্থে আজ,
দাঁড়িয়ে বজ্রদন্ড, নির্বাক বিশ্ব ব্রহ্মাণ্ড।