জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'মনকে তবে বুঝতে হবে'।

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৬

মনকে তবে বুঝতে হবে

 

এসেছিলে সবে বিধাতার এ ভবে
শুন্য হাতে, কিছু না নিয়ে সাথে।
এখন যা আছে তোমার কাছে
সব তার নিয়েছ ধার, এপার থেকে একে একে।

ভাবছো এখন, যা কিছু ধণ, সব তোমার বলে!
ভুলে গেলে, সব কিছু তা তুমি নিলে
এপার থেকে ছলে বলে কলে কৌশলে।

যা আছে যার সব কিছু তার, ছাড়তে হবে এপারেতেই
আত্মা বোঝে সব তা দেনা! কিছুই তা সাথে যাবেনা।
শুধু মন বোঝে না কোনো মতেই।

এপারটা মনের রাজত্ব পুরা
এখানে কেবল তারই দৌরাত্ব সারা।
আকাঙ্ক্ষা হল মনের বিষয়, পুরন হলে মন ভাল হয়।
একটা আশা যেই পুরন হয়, নতুন আশার জন্ম নেয়।

আত্মা কি চাই!
কেউ শোনে না, মনকে নিয়ে ব্যস্ত সবাই।
আত্মা বলে কেঁদে কেঁদে- বন্দি তুমি ভ্রমের ফাঁদে
ছুটছো সবাই সমুখ পানে,
আছে কি সেথা কেউ না জানে।

আত্মা বলে চল চল, আর পারিনে অনেক হল।
মন বলে সেকি, তুমি কি পাগল নাকি?
সমস্যা হবে পাছে, এপারেতে কাজ আছে অনেক বাকি।

আত্মা বলে, দেখছো যা সব ছবি আঁকা
মায়া মাখা, সব মিছে তা মরিচিকা।
মন যে তাতে দেয় না সাড়া
ইন্দ্রিয় তাকে দিচ্ছে তাড়া।

আত্মা বলে বাছা, শরীরটা কেবল খাঁচা,
আর তুমি যে অবুঝ পাখী।
বুঝবে তখন ওরে, তোমায় রেখে স্বপ্ন ঘোরে
যখন দেব ফাঁকি।

আছো তুমি ভ্রমের মাঝে, ছুটছো কেবল সকাল সাঁঝে।
যা কিছু তুমি আছো নিয়ে
সবই তার শেষ হবে যে দুঃখ দিয়ে।
মনটা বড় অবুঝ
ভাবে- আছে জানা, এ সব কিছু শেষ হবে না
রইবে চির সবুজ।

সুখে দুখে যে যাই থাকে বিধাতার এই ভবে
সময় ঠিকই বয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে।

মনকে তবে সেসব বুঝতে হবে
তানা হলে দিনের শেষে, সব হারিয়ে জীর্ণ বেশে
শুধু কষ্ট পাবে।