জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'হয় না বিচার, মানুষই বিচারক বলে!'

আপডেট: ১৭ মার্চ ২০২৪, ০৮:৩৪

হয় না বিচার, মানুষই বিচারক বলে!


মানুষের খুন মানুষ করিলে, ফাঁসি যদি তার হয়
মানুষ যদি প্রকৃতি মারে, সেটা কি হত্যা নয়?
তবে কেন প্রকৃতি হন্তার, হয়না বিচার?

মানুষ মানুষকে করলে অত্যাচার,
যদি প্রমান মেলে, তবে আইনের জালে
হয় যদি তার বিচার!

শোন পেতে কান,
মানুষ মারিছে প্রকৃতির সন্তান, অবিরাম অবিরত
ঘটনা শত শত, প্রমান আছে যথাযত।

মানুষ করিছে এত অন্যায়, উন্নয়নের অছিলায়!
মানুষ চালাক অতি, ধ্বংস করিছে প্রকৃতি, ছলে বলে কৌশলে।
মানুষের এত অনাচার! কেন হবে না তার বিচার?
মানুষই বিচারক বলে!

বিচার না পেয়ে শেষে, জনতা উঠলে ফুঁসে,
হয়তো থামাতে পারে, আইনের জোরে,
জেল জরিমানা বা পুলিশে।

প্রকৃতির ক্রোধানল, থামাতে পারে না কোন বাহুবল,
সেত দুর্বার অপ্রতিরোধ্য, নয়কো কোন আরাধ্য
নয় সে কারো বাধ্য।

রুষ্ট যদি হয় ধরণী! জেন, নয় সে মরমী,
সেত অকুতোভয়, দুর্বল জনতা নয়
সে বিধাতার বিচার দণ্ড!

নিরীহ গাছ পালা পাখী পশু, বা নিষ্পাপ শিশু
সব শেষ করে দেবে, কিছু না ভেবে,
করে দেবে সব খণ্ড বিখণ্ড।