জীবনের অর্থ খোঁজার প্রয়াসে কবিতা 'প্রভু ও আমি'।

আপডেট: ২৮ Jul ২০২২, ১৮:১১

প্রভু ও আমি

 

দাও তুমি বিধি, আমি প্রতিনিধি, তায় তুমি বিধাতা
যা বলাও তুমি, তায় বলি আমি, তোমার কথায় শেষ।
আমি কুশীলব, তুমি বানাও কাহিনী সব, তুমিই সর্ব জ্ঞাতা
তুমি খাও মধু, আমি মধুকর শুধু, নিজেকে করি নিঃশেষ।

গান আমি সুর তুমি, কথা ভুলে যায়, সুর থেকে যায়
আমি তাই নশ্বর, তুমি মহা ঈশ্বর।
আমি তপ্ত বালু ধুধু, তুমি মরিচিকা শুধু
কেবলই ভুলাও, ছুঁতে গেলে দূরে চলে যাও।

তোমার এ খেলা, আমি খেলি সারাবেলা
রবি তুমি, আমি আলোর মেলা।
আমার ভুবন সে কেবল অতৃপ্ত জীবন
রবি ডুবে যায়, আঁধারে ডুবিয়ে আমায়।
তুমি প্রভু ডোব না কভু,
যাও দিতে আলো অন্য কোথাও।
তোমার এ খেলায় ডুবি আমি হায়!
আমার যে বেলা চলে যায়।

পাখি আমি ডানা তুমি, উড়ি আমি উড়াও তুমি
না জানি কখন যে ডানা থেমে যায়!
মাঝি আমি, দাড় তুমি
মাঝ দরিয়ায়, কখন যে দাড় ভেঙে যায়!

আমি কায়া, তুমি ছায়া
জানে মোর মন, তুমি আছো সারাক্ষণ
দিনে রাতে, ভিতরে বাইরে, যেন শরীর ও মন।

আমি মরি মরি, তুমি কর লুকোচুরি
যখনি তোমাকে দেখিতে না পায়, এ চর্ম চক্ষে হায়
কেবল তোমাকে খুঁজি, ভাবি বুঝি তুমি নাই!

এ মনুষ্য জ্ঞানে, ভাবি মনে মনে
তুমি বুঝি মোরে, ছেড়ে গেলে চিরতরে।
থাকি দাঁড়িয়ে দুয়ারে, সন্দেহে মন ভরে
নাড়বো কি কড়া জোরে! পাছে যদি না থাক ভিতরে!

বাইরে দাঁড়িয়ে আমি দ্বিধান্বিত, ভিতরে তুমি চির উন্নত
জানি নাড়লে পরে কড়া, দেবে তুমি সাড়া
তবু কেন এত দ্বিধা, কেন এত বাধা!

হে অন্তর্যামী!
কেন বোঝ না তুমি, দাড়িয়ে বাইরে আমি
রয়েছি তোমারই প্রতিক্ষা করে।
খোল না কেন দ্বার, বোঝ না কষ্ট আমার
আমি যে যাব তোমার ঘরে।

না যদি খোল দ্বার, দেখতে না চাও বদন আমার
তবে কথা হোক হৃদয়ে হৃদয়ে।
দেনাদার আমি, মহাজন তুমি
মিটাও তব ঋণ নিংড়ায়ে নিংড়ায়ে।

প্রকৃতির সব রেষ, ঝড় জল রোদ নির্বিশেষ
করুক নিঃশেষ, এ শরীর ও মন, পারে যতক্ষণ।

না মিটালে ঋণ সারা, জানি প্রভু দেবে না কভু ঈশারা
খুলবে না দ্বার জানি, সে কথা মানি বা না মানি।
কাদা মাটি গন্ধ, তোমার খুবই অপছন্দ
দিলাম কথা তোমায়, আসবো মিটায়, যত ঋণ যত দ্বন্দ্ব।


Read More