জীবনের অর্থ খোঁজার প্রয়াসে রচিত ছন্দ কবিতা 'এবার ফেরার পালা"।

আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১১:১৪

এবার ফেরার পালা

 

শেষ হয়ে এল বেলা, বুঝি হল এবার ফেরার পালা
মনে হয়, সব ফেলে এ দুনিয়াই, নিতে হবে বিদায়।

সমুখে ঠিকানা, ঝাপসা অচেনা,
কি জানি কি আছে সেথা! নেই তা জানা।
শুনেছি যা, পাব কি তা সেথায়?
অনেকের কাছে, আমার যে আছে অনেক দায়!

কাটিয়ে সব ঘোর, সুধিতে হবে মোর এপারের সব দেনা
না সুধিলে দায়, ওপারে হায় কিছু যে পাবো না।
মনে ভরা ভয়, কি যে কি হয়, হাতেও সময় নাই।

ফিরে দেখি পিছে, যা করেছি সব তা মিছে
জীবন কালে ছুটেছি সকালে বিকালে, মরিচিকার পিছে।
কত বুদ্ধি কত বল, যা নিয়েছি এতকাল সে পাত্র দেখি ফাঁকা
দিয়েছি যেটুকু যারে, তাকিয়ে উপরে, কেবল সেটুকুই যায় দেখা।

কত পাতা ঝরে গেল, কত জল বয়ে গেল
কে রাখে হিসেব তার!
ভরে দিল নাওখানি, সাধ্যমত সব আনি
মনের সুখে, দেখে নিল হাসি মুখে যে যার সম্ভার।

সময়ের ফেরে, নিয়ে গেল যা দিল সব খালি করে
নাওখানি পুরো ফাঁকা, কেবল আমি আছি বসে একা
তাকিয়ে ওপারে।

আজি মোর পড়োন্ত বেলায়, দেখি মত্ত সবাই যে যার খেলায়
বসে ভাবি আনমনে, মন টানে ওপার পানে
ভাঙ্গা মোর নাওখানি, ঢুকিছে অবিরাম পানি, ডুবিবে এখনি।

চারদিকে চকমকে সম্ভার, দেখে তা হল বিভর
দেখে নিল নিজ নিজ আয় সবাই,
কিন্তু হায়! কেহ দেখিল না আমায়!


যবে দেহে ছিল জোর, নাও ছিল ভরা মোর সারাক্ষণ ধরে
কত জন হেসে হেসে, কাছাকাছি এসে বসে, করিল আপন মোরে।
শুরুতে ছিল মোর শূন্য তরি, পথে যে যা দিল তা নিলাম ভরি
দিবা শেষে, চলে গেল সব চোখের নিমিষে, মোরে শূন্য করি।

ভাঙ্গা চুরা নাওখানি, কুলে একা বসে আমি
মনে পড়ে কত কথা, কত সুখ দুঃখ ব্যথা
দিন শেষে জীর্ণ বেশে, পড়ন্ত বেলা
পাখী সব ফেরে নীড়ে, বসে আছি শুন্য পাড়ে আমি একেলা।

টানিতে পারিনা দাড়, দেহখানি হয়েছে অসাড়।
নিয়েছিনু জীবনভরি, যাদেরকে আপন করি
ভেবেছিনু থাকবে পাশে সবে, যতদিন থাকব এ ভবে।
কিন্তু হায়! দেখি পাশে কেহ নাই, আছে মোর শুন্য তরি।

সব কিছু ছিল ভুল, এখন আমার এ কুল, আঁধারে ভরে
কেউ মোর নেই পাশে! শুধু স্মৃতিগুলো ফিরে আসে বারে বারে।
সবাই চলে ছুটে, আলো আছে যেই ঘাটে
এ ডুবন্ত বেলায়, কেহ না চায়, থাকিতে এ আঁধার বাটে।

দিন শেষে দেখি, বসে আছি একাকী, আঁধারে ঢাকি
চক্ষু মুদিলে যা দেখি, বুজিলেও সেই একই।
ডুবে গেছে বেলা, শুন্য ঘাটে আমি একেলা, সাথে মোর জীর্ণ তরি
ভয় ভরা মনে, না জানি নিদানে, মোর কি হয় খোয়ারি!