জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'জীবনের চাবিকাঠি'।

আপডেট: ১০ নভেম্বর ২০২২, ১১:১৯

জীবনের চাবিকাঠি

 

সকাল বিকাল সাঁঝে, সুখ দুঃখের মাঝে
জীবন বয়ে ক্লান্ত হয়ে, শেষে মাটিতে মেশে।
যদিও বোঝে না মন, কিন্তু এটাই চিরন্তন
সুখ দুঃখ ব্যথা, জীবনের একই কথা অবশেষে।

দুখের দিন ভারী হয়ে, সময়ের গতি মন্থর বহে
মনে হয়, দিন যেন কাটতে না চায়।
কেটে গেলে দিন, আবার ভয়ে ভরে মনের গহীন
সবে ভাবে, না জানি কবে, আসে ফিরে দুঃসময়!

সুখের সময় টুকু মনে হয় পাতলা পালক
দ্রুত বয়ে যায় যেন চোখের পলক।
মনে হয় দমে দম
সুখ আছে তবে অপরের থেকে কম।

সুখ থাকে ঠিকই সবার, যথেষ্ট যা মন ভরার।
তবু মন ভরে থাকে সদা আফসোসে
তাই, সুখভোগ হয় না পুরো তৃপ্তিযোগ শেষে।

সুখে দুখে সারাক্ষণ, অতৃপ্ত থাকে মন
এরই নাম জীবন! এ ভাবেই কি চলে এ ভুবন!

এ চলার অর্থ কি!
কোথাই আছে জীবনের চাবিকাঠি!

তোমাকে দেয়নি যা তা অন্যকে দিয়েছে বিধাতা
এমন উদাহরণ আছে যেমন ভুরি ভুরি।
তোমার থেকে নেয়নি যা, অন্যের থেকে নিয়েছে তা
এমন ঘটনা যত, আছে শত ভুবন ভরি।

ছাড়তে হবে , বঞ্চিতের মানসিকতা এ ভবে।
হৃদয় সবে ভরতে হবে, তৃপ্তি আর কৃতজ্ঞতায়
যেটা দেয়নি প্রভু এ ধরায় শুধু তা দেখে নয়
যেটা নেয়নি সেটা নিয়েও ভাবতে হবে।  


Read More