Heading
আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ১১:০১
সব নতুন জুতা, বলে সেই পুরাণ কথা
কামড়াতে লাগে ভাল, থাক আঁধার কিম্বা আলো সেথা।
যেন, শিশু তার নতুন দাতে, চায় সব কামড়ে দিতে
নতুন জুতা নতুন পা’তে, দুজনায় তা চায় দেখাতে।
নতুন জুতা পায়ে পরে, নতুন রাজা হেটে চলে জোরে জোরে,
নতুন জুতা চকচকে হয়, দেখিয়ে সে তা করে বড়ায়
তার দিকে, যেন সবাই দেখে, কথাটি সে স্মরণ করায়,
তাইতো সে কামড় মারে, বলে -দেখ মোরে বারে বারে।
রাজা হাটে গটগটিয়ে, জুতাও চলে মচমচিয়ে
নতুন জুতা নতুন রাজা, পুরান শুধু বুদ্ধু প্রজা।
পথের ধারে দাঁড়িয়ে সবে, হাতে তালি দিতেই হবে,
নয়লে সকল প্রজা, পাবে অনেক সাঁজা।
ধৈর্য ধরে, দেখে চুপটি মেরে, পায় যে মজা, প্রজা সবে,
ভাবে, সব একই হবে, নতুন জুতা পায়ে ফিট করবে যবে।
নতুন রাজা হয়ে, নতুন জুতা পায়ে, বসেন যখন সিংহাসনে
হতবাকের ভান করে, সভাসদেরা রয় হাঁ করে,
দেখে সসম্মানে, দেখেনি যেন এমন রাজা কোন, এ জীবনে।
সবাই জানে, নতুন জুতা মানে, নতুন কিছু করতে হবে
নতুন রাজা তাইতো ভাবে, সব কিছু সে ঢেলে সাজাবে।
আগের যারা সবাই তারা, সেকেলে আর পুরনোর দলে
নতুন নিয়ম না বানালে, কেউ কি তাকে নতুন বলে?
সিংহ দুটোর মাথার উপর, রেখে তার হাত দুখানা
বলেন রাজা, শোন প্রজা, পুরনো কথা বলতে মানা।
নতুন রাজা, সব কিছু তো নতুন হবে
তানা হলে নতুন রাজা বলে, কি করে বুঝবে সবে?
গদিটা যেন বেশী নরম, কামরাটাও একটু বেশী গরম
সিংহ দুটো হা করে রয়, এটাকে কি কেউ সিংহ কয়?
রাজা বলে -এসব না বদলে দিলে, সবাই মিলে পাবে শরম।
প্রজারা সব গোবেচারা, কিন্তু সবাই জানে তারা
জুতা নতুন তাই, মানানসই হবে পা’য়, কিছু সময় গেলে
তারপর ধরণীধর ভুলবে জুতার কদর, চলবে সব আগের তালে।
যতদিন থাকে জুতা চকচকে,
জানি জুতার কামড়ানি লেগেই থাকে
সবে ভাবে, এবার ঠিকই হবে, যা কখনো হয়নি আগে।
এ দুনিয়া খুব মজাদার, রাজা বদলানোর ক্যারিকেচার
রাজ্য হল রঙ্গমঞ্চ, প্রজারা সব বেচারা ধ্বজভঙ্গ
রাজারা সব কুশীলব, আর সভাসদরা চাটুকার।
এ খেলাই চলছে ভবে, খেলোয়াড়রা কেবল খেলছে সবে
ঘট যেদিন উল্টে যাবে, এ খেলা সেদিন বন্দ হবে।
এমন হলে, প্রজারা মিলে, বলবে কথা সদলবলে,
সিংহাসনে বসবে যারা, দেবতা নয়, হবে সেবক তারা।
নতুন পুরান যা হোক তা, থাকবে জুতা পায়ের তলে
বসবে মানুষ সিংহাসনে, পালাবে সিংহ বনে জঙ্গলে।