জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'মৃত্যু মিছিল'।

আপডেট: ০৫ Jul ২০২৩, ১৩:০০

মৃত্যু মিছিল

 

ভাব মন সারাক্ষণ, দুনিয়া আর কিছু নয়, নির্বাসন!
বিধাতার এ জগৎ সংসার, এক সংশোধনাগার
দন্ড সবার, প্রভুর নির্দেশ ভঙ্গ করার।

তবে এ ভবে কারাগারে, থাকবে না কেউ চিরতরে
প্রায়শ্চিত্ত শেষে, যাবে ফিরে নিজ দেশে, নিজ ঘরে।

নির্ধারিত মেয়াদী, শাস্তি ভোগী সবাই কয়েদি।
মেয়াদ শেষ হলে, যদি কেউ বলে, বিচার আছে বাকি!
চাক্ষুষ অনাচার! এ কি করে হয় তাঁর ন্যায্য বিচার!

কয়েদ শেষে বাইরে এসে, ফেরে সবাই নিজ নিজ ঘরে
যা তার নিজের ঘর চিরতরে, জন্মের অধিকারে।

জেল খানার সে ঘরখানি, কারো নিজের না তাও জানি
তবুও করিতে যতন তার, সবে করে যা দরকার।
হোক তা ন্যায় অন্যায়, করে না হেন কাজ নাই।

ক্ষনিক থেমে, সে ঘর থেকে বাইরে নেমে
চক্ষু মুদে ভাল মন্দ ভেদে, যদি দেখত ধ্যানে নিজ পানে
বুঝতো সে ধাঁধা, প্রভু কি বলিছে সদা প্রতিক্ষণে।

বুঝিত সবাই, যা তারা করিছে এ ধরায়
সব করে নিজ মন ভরে, করিতে নিজেকে তুষ্ট।
অন্যের ধন কেড়ে নিতে, নিজ মত চাপিয়ে দিতে
সারাক্ষণ থাকে ব্যস্ত তা করিতে সমস্ত সৃষ্ট।

না বুঝে ইচ্ছে স্রষ্টার, যা পরিষ্কার তাঁর সৃষ্টির ভিতর
মানুষ আছে ডুবে ভ্রমের এ ভবে, হয়ে লোভাতুর।
দেখে বাহির, রয় বিভর, চায়না কখনো ভিতর পানে
শোনেনা কভু কি বলে চলেছে প্রভু, প্রতিক্ষণে।

এ জীবনে যথার্থ, একটাই সত্য মাত্র ঘটতে বাকি।
কারো যদি থাকে অনেক খ্যাতি বা কেউ নগন্য অতি,
যে যাই হোক, যে কোন লোক, পারবে না দিতে ফাকি।

তা হল মৃত্যু! যা ঘটিছে নিত্য, ছোট বড় নির্বিশেষে
সব যন্ত্রণা কষ্ট বেদনা, সাঙ্গ করে শেষে মৃত্যুদূত এসে।
বিধাতার এ বিধান, তাঁর এক অপূর্ব দান এ ধরায়
এ ভবকারায়, মেয়াদ কমানোর একমাত্র উপায়।

দেখ চারদিক, তাহলে বুঝবে ঠিক ঠিক
শোন প্রকৃতির গুঞ্জন, ঢেলে দিয়ে হৃদয় মন।

সৃষ্টির যা কিছু, প্রকৃতি মানুষ বা পশু
মরিয়া সারাক্ষণ করিতে জান হরণ, বড় ছোট বা শিশু।
সবই দৃঢ়প্রতিজ্ঞ, করিতে এ যজ্ঞ সারাবেলা
আকাশ ভরা চিলে, ধরা মৃত্যু মিছিলে এক যজ্ঞশালা।

এত সব বিষাক্ত নখরে, যদি কিছুই করতে না পারে,
তবে অবশেষে, সময় এসে, দেয় সব শেষ করে।
প্রতিদিন প্রতিক্ষণ, আসে নতুন জন এ জেলে
যাওয়ার যারা যাচ্ছে তারা, সব পিছে ফেলে।

যা দেখা যায় এ ধরায়, সব তা কারা রুপে কায়া
মনে ভরা ভয় সব সময়, কখন না জানি কি হারায়!
এ ভবে, সব দুঃখ দিয়ে শেষ হবে, সব মোহ মায়া।

যা ছিল তোমার আদি সে ঘরে, জন্মের অধিকারে
এ জগতে যে কোন মতে, হোক হার কিম্বা জিত,
সব ফিরে পাবে, ছাড়বে এ কায়া যবে থেক নিশ্চিত,
কারা ছেড়ে সবে, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যাবে