Heading
আপডেট: ০২ অগাস্ট ২০২৩, ১৫:৩৬
রক্ষা করে অধীনস্ত সমস্ত প্রজা, তাই তিনি রাজা
এটাই সত্য তাঁর দায়িত্ব যথার্থ, নয়কো পকেট পুজা।
কিন্তু মিলে সব চাটুকার, বানায় তাঁকে ক্ষমতাধর
দায়িত্বের কথা ভুলে, ক্ষমতা নেয় তুলে, নিজের উপর।
চাটুকার কুৎসিত কদাকার, পদলেহন করা স্বভাব তার।
যদি না নোয়াত মাথা না চাটতো পা, দিয়ে জিহ্বার জল
তাহলে রাজা নিজে, ব্রতী হত নিজ কাজে
নত হয়ে নিত ধুয়ে, নিজ পদযুগল।
প্রজারা বানায় রাজা সদাশয়, তাদের রক্ষক
চাটুকার বানায় তাকে শোষক, প্রজাপীড়ক।
প্রজারা সবে মিলে দলে ভারী, তারাই সবচেয়ে জরুরি।
কিন্তু হায়, থাকে তারা সবাই ব্যস্ত সারা,
মিটাতে এপারের দায়, আর করতে ওপারের সদায়।
চাটুকারেরা গুটিকত তারা, যায় হাতে গোনা
মিটাতে এপারের ব্যয়, সেরাটা নেয়, করে রাজাকে কানা।
চাটুকারেরা, ওপারের হিসেবও করে তারা, প্রত্যেকে
ভাবে সেরাটাই পাবে, বানিয়ে বোকা ওপারেরও রাজাকে।
চাটুকারেরাও পায় ভয় সবাই, পরকালের
জানে ও মানে সবে মরতে হবে, একদিন তাদের।
কিন্তু বিশ্বাস, এপারের মত ওপারেও করবে বাস
চেটে ওপারের রাজার পা, পাবে তা চাবে যা।
চাটুকার ভাবে, এপারের মত ওপারও হবে।
এপারে রাজা যা, ওপারের বিধাতা তা, সব একই কথা
কৌশলে লুটে সবে, রাজার মত বিধাতাকেও ভেট দেবে।
প্রজার চামড়া খাটি, চাটুকারে পরে তার একজোড়া চটি
অন্য দ্বিত্বয় রাজাকে পরায়, দেয় তা ছাপ করে চাটি।
বেচারা প্রজা, খাটে শুধু শুধু সাজা বেকার
দোষ তার -নিজ গায়ে চামড়া না থাকার।
দেখে কৃশাঙ্গ প্রজা, চমকে ওঠে রাজা, বলে হাকি-
একি দেখি! গায়ে চামড়া নেই সেকি?
সব অকর্মণ্যের ঢেকি!
কি দশা বেচারাদের, এভাবে বেচে কি লাভ তাদের!
দেখে চাটুকার আর রাজার জুতো, হোক না চকচকে যত
চামড়া তো প্রজার নিজের গায়ের, চিনতে পারে ঠিকমত।
সে যাই হোক, রাজা মহা বিচারক, হাতে সময় কম
দেখে শুনে ঠিক, বিচার করে সঠিক একদম।
রাজার বিচার প্রমান নির্ভর, দেখা আর শোনার উপর
আছে কি করার! যদি ঘটে কিছু অগোচরে তাঁর?
গোবেচারা প্রজারা যায় ফিরে, মুছতে মুছতে অশ্রু ধীরে।
ভাবে এ ভবে, চর্ম চক্ষু নির্ভর বিচার যে রাজার
তিনি করবে না জানি, সঠিক বিচার তার।
এপার হারিয়ে পুরা, ভাবে প্রজারা ওপারে সব আছে
নীরবে কাঁদে একা, নিজেকে বানিয়ে বোকা দুচোখ মোছে।
তাদের সে যন্ত্রণা, যা চর্ম চক্ষু দেখে না, তবু তারা ভাবে
সবার যিনি প্রভু, তাঁর দিব্য চক্ষু ভুল করে না কভু।
এপার ওপার সবই নজরে তাঁর, সে ঠিকই দেখতে পাবে।