Heading
আপডেট: ২২ অগাস্ট ২০২৩, ১৪:০৩
মানুষ সবাই একা, হোক চালাক কিম্বা বোকা
সবাই যে যার, এমনি এ জগৎ সংসার।
সব সম্পর্কই ক্ষনেক, সময় একটু কম বা অনেক।
এ জগৎ এ জীবন, সব রহস্যময় এক ভুবন
এখানে কেউ কখনো হয়না জেন, কারো প্রিয়জন।
সব সম্পর্কের ভিত্তি, থাকে কোন না কোন কারণ সত্যি
এমনই এ জীবন, সম্পর্ক মানেই প্রয়োজন।
সব মানুষ বা জানোয়ার বাধে ঘর, জৈবিক তাড়নায়
তারপর প্রজনন হয় সবার, প্রাকৃতিক বাহানায়।
এ দুনিয়া পার্থিবতার রাজত্ব, দেহ মন করে কর্তৃত্ব
প্রয়োজনের আধিপত্য সর্বত্র, নিদান বা নিত্য।
এ ধরা আর কিছু নয়, প্রতিযোগিতার পোতাশ্রয়
বল আর বুদ্ধির হয় জয়, ন্যায় অন্যায় কোন বিষয় নয়।
এটাই সত্য ঘটিছে নিত্য, এটাই এ জগতের মন্ত্র
এটাই এখানে যথা, এ জগত বিধাতা, এটাই তন্ত্র।
জীবনের প্রতি পদে, কোন বাদ বিচার বাদে
প্রতিযোগিতার সহযোগী যারা, রাখে ঘিরে তারা সব সময়।
জেনে রেখ সবে, যারাই থাকুক পাশে এ ভবে
থাকে প্রতিজনে নিজ নিজ কারণে, আপন পর ভেবে নয়।
ঐহিক জগত হয় সফল, থাকে যদি বুদ্ধি আর বল
কিন্তু হায় তা চিরস্থায়ী নয়, সময় তাকে করে দেয় দুর্বল।
শরীর দুর্বল হলে মনের জোর কমে গেলে, মানুষ সবাই
জীবন যুদ্ধে হেরে, কুলাতে না পেরে কেবলি হাফায়।
প্রতিযোগিতার দুনিয়ায়, জোর আছে যার সে এগিয়ে যায়
তারুন্য এগিয়ে চলে প্রবীণকে ফেলে,
দৌড়ের সময় কেউ কারো নয়।
এ বয়সে এসে প্রবীণেরা শেষে
জাগতিক দৌড়ে যায় পিছে পড়ে সব বিষয়ী কাজে।
জীবিকার দৌড় ছেড়ে, ঐশীকতার দ্বারে কড়া নাড়ে
জীবিকার ধাবন ত্যাজে জীবনের খোঁজে।
ঐহিকদর্শী জীবন, থমকে দাঁড়ায় তখন ঐশী মায়ায়
আর নেয়া নয়, সবই ছেড়ে যেতে ইচ্ছে হয়।
কেউ কাছে নাই, প্রবীণেরা সবাই একাকী এ দুনিয়ায়।
একদিন তুমি ছিলে যাদের প্রিয় আশ্রয়,
এখন তাদের কাছে, দেয়ার মত না আছে সময়।
জীবনের শেষে এ সময়ে এসে, মানুষ খুব অসহায়।
আপন জনেরা কেউ তারা, থাকে না কাছে,
ছোটে সবে নিজ নিজ জীবিকার পিছে।
স্মৃতির কষাঘাতে, নীরবে অশ্রু ঝরে দিনে রাতে
পার করে বাকি সময় নিরবতায় কোনমতে।
হয়ে অসুস্থ দেহ, নিজেকে যদি যত্ন নিতে না পারে কেহ
দেহের রেচন যখন ধরে পচন,
পরের নাক বাদ থাক, নিজের নাকেও তা অসহ্য নিদারুণ।
এ ব্যস্ত ধরায়, কেবল ধুক ধুকুনিটাই কোন জীবন যখন
কালিক মুক্তি সে লজ্জা যন্ত্রণার, কেবল বিধাতার অসাড়করণ।
মৃত্যুই কেবল মাতৃতুল্য, চরম আনুকল্য বিধাতার এ ধরায়
মৃত্যু এসে শেষে অতি আপন জনের বেশে, চির মুক্তি দেয়।