জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'মুক্ত কর এ দাসেরে'।

আপডেট: ০১ জানুয়ারী ২০২৪, ১৫:০৭

মুক্ত কর এ দাসেরে

 

এইতো সেদিন ভোলা কঠিন, সে মাহেন্দ্রক্ষণ এমনি করে
বাবার হাঁচিতে খোকা, উঠল নড়ে বোকা, মায়ের উদরে।

স্বর্গীয় গন্ধে ভরা, পাগল করা, এল খোকা আমার কোলে
কিন্তু আজ, করি সব ত্যাজ, খোকা গেল চলে,
আমায় একা ফেলে, নিজের জীবন গড়বে বলে!

যাক যে যাবার, থাক যে থাকার নিজ জগতে
এখন প্রভু, হিসেব শুধু তোমাতে আমাতে।

এসব তোমার খেলা! খেলো তুমি সারাবেলা,
জানি শোন না, তুমি কারো মানা।
কেন যে খেলো, আর তাতে লাভ কি পাও বল?
নেই তা কারো জানা, জবাব জানি তুমি দেবে না।

আমি শুধায় হে মহাকর, রাজা তুমি, রাজ্যে তোমার
পাথরেরতো নেইকো অভাব।
খেলো তুমি মনের সুখে, মিশিয়ে আকাশ মাটির বুকে
আবার নিয়ে নেয়া সব, এ তোমার কেমন স্বভাব!

তোমার খেলায়, তোমার হেলাই,
ছিড়লে কারো জীবনবীণা।
তোমার তাতে কোন মতে, কিছু যায় আসে না!

বলবে তুমি, হে অন্তর্যামী!
সব কিছুরই হিসেব আছে, তোমার কাছে।
চালাতে ভূবন চলতে জীবন, এ সবেরও দরকার আছে।

আমি মানুষ, বিধাতা না, নেই অত হিসেব জানা
দুনিয়া চলবে, না থমকে যাবে,
তার খোঁজতো আমি রাখি না।

তোমার খেলা খেল প্রভু, আমি অধম খেলব শুধু
খেলবো না, তা হয় কি! তাইতো কেবল সুর্য্য দেখি।
ডুববে যখন রবি, চোখ বুজলেই সাঙ্গ হবে সবি।

পাছে ঘুমের দেশে, আবার স্বপ্ন এসে,
ভাবি তাই, ঘুম না ভাঙায় অবশেষে।
সন্তান, সেত তোমার দান, তোমার থাকুক,
হে প্রভু! চায় যে তবু, আকাশ মাটির খেলা থামুক।

সব এ ধরার, জানি তোমার দেয়া ভিক্ষে আমার।
ভিক্ষে দেবে, আবার তা কেড়ে নেবে!
হে অধীশ্বর! বল এ কেমন বিচার তোমার!

গেল উড়ে আমায় ছেড়ে, জানি, থাকবে খোকা অনেক সুখে
নেবেই যারে, তবে কেন তুমি দিলে তারে?
থাকবে বসে সুখে দুখে, ছোট্ট খোকা বাবার বুকে
এ যন্ত্রনা আর সহে না, মুক্ত কর এ দাসেরে।