জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'এখনি সময়'।

আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১৪:১৯

এখনি সময় 


এখনি সময়, কাল বলে কিছু নাই 
যা কাল তা সব ধোঁকা, মিছে মরিচিকা। 
নেই কারো জানা, হবে কি হবে না 
মনে হয় হবে, না হলে সবে দুর্ভাগ্য ভাবে।     


ঘটেছে যা সবার, ফিরবে না তা কখনো আর 
ঘটে গেছে যা, গেছে তা মরে, ঘুমাক তা কবরে
না স্মরিরে তার, শক্তি নাই কিছু করিবার।     
 
হবে যা কাল যত, সব তা অজ্ঞাত। 
ঘটার আগে মনে ভরা ভয়, কিছুই নিশ্চিত নয় 
অংক কর যত, জ্যোতিষী ধর মন মত  
যা ঘটে এ দুনিয়ায়, সবই বিজ্ঞানের কারণে হয়।          


যদি কিছু নেয়ার থাকে, 
যদি কিছু দিতে হয় তোমাকে।  
করতে হবে তা এখনই আজ, 
শেষ কর সব কথা, যথা অযথা যত কাজ।   


যে যা করিছে এখন 
তারা গড়িছে কাল, তা আসবে যখন।   
কাল কেমন হবে? তা করিছে ঠিক এখন সবে  
উপরের জল গড়াবে নিচে, সেটা নিশ্চিত এ ভবে।    


কাল বলে কিছু নাই, আজও তো লম্বা সময়  
বেলার কোন ঠিক নাই। 
করিতে করিতে খেলা, না জানি কখন গড়াবে বেলা  
যখন আঁধার ছেয়ে যাবে, তখনি টের পাবে 
শেষ হয়েছে সময়।     


আজ বলেও কিছু নাই, এখনি সময়
ভেবে দেখ মন, আছে কেবল এখন।