জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'এবার ফেরার পালা'।

আপডেট: ১০ Jun ২০২৪, ১১:৫১

এবার ফেরার পালা

জীবন নদীতে সবার, আসে জোয়ার-ভাটা অনিবার
এটাই নিয়ম, এভাবে চলে সব জীবন,
হেথা নেই অন্যথা কোন তার।

জীবন জোয়ারে, জিতিবার তরে
উজানে বেয়েছি দাঁড়, এক করে রক্ত মাংস হাড়
গায়ে ছিল মোর যত জোর, তার থেকে জোরে।

ভাটাতেও আমি থামায়নি সে দাড়,
তাকিয়ে বাহিরে, দিয়েছি নিজেরে করে উজাড়।
নানা ছলে বলে, কৌশল করে,
জিতেছি আমি জানে অন্তর্যামী, হারিয়ে অন্যরে।

জোয়ার-ভাটায় এভাবে এগোয়, সব জীবন তরী
থাকে সবে ব্যস্ত, অন্যকে করতে পরাস্ত
সারা জীবন ধরি।

যখন পথ ফুরায়, শেষটা দেখা যায় প্রায়
তখন মন চায়, একটু দাঁড়ায়,
দেখি তাকিয়ে পিছে, কি আছে কি নাই!

পথের শেষে এসে, মনে হয় অবশেষে
যা কিছু ফেলে এসেছি পিছে, তা সব ছিল মিছে
হোক না তা জয় বা পরাজয়, সব তা ছিল ব্যয়।

আজি এ জীবন সায়াহ্নে, ভাবনা আসে মনে
-আর কত! নিয়েছি সব সাধ্যমত!
বাকি পথ চালাব রথ,
চেয়ে ভিতর পানে, মগ্ন থেকে ধ্যানে।

বাকি পথ টুকু, কে জানে, আছে বাকি কতটুকু!
ভাসিব আনমনে, ভাটার টানে ধীরে
মোর নড়বড়ে নাওখানি, সাগরে ডুবিবে জানি
অবশেষে জলে ভরে।

দাঁড়িয়ে জীবনের এই সন্ধিক্ষণে, ভাবছি মনে মনে,
আনচান করিছে মন, পৌছাব কখন!
মোর ধার্য ধামে, সাগর সঙ্গমে।

এ ধরায়, এ যেন শেষ ভাটা হয়,
আবার কখনো, না আসে যেন জোয়ার ফিরে!
হৃদয় করে দুরু দুরু, কখন হবে শেষটা শুরু,
নিঃশেষ হব সাগরে।