জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'স্বর্গের জিনিস খুঁজেছি এ ভুবনে'।

আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ১৩:১৪

স্বর্গের জিনিস খুঁজেছি এ ভুবনে

 

চলছে সবাই চলতে হবে, চলায় যেন জীবন ভবে
কেবল সামনে চলার নাম কি জীবন!
কি আছে সেথা কি সে ভুবন?
দৃষ্টি সবার সবার দিকে, নিজেকে যেন দেখতে মানা
উজানে নাও বাইতে হবে, ভাটির পানে কেউ দেখে না।

নাও যে কারো ভিড়তে ঘাটে দেখেনি কেউ এ জগতে
ঘাটেই যদি না ভেড়ে নাও, বাইতে যাবে কোন সে মতে!
শেষ যে কোথায় কেউ জানে না
তবু চলছে সবাই যেন থামতে মানা।

থামলে কেহ কি যে হবে, ছাড়লে জীবন কোথায় যাবে?
যায় না বোঝা না গেলে যে, এপার থেকে ঝাপসা সে যে।
যায় যা দেখা স্বপ্ন শুধু, মরিচিকা বালু ধুধু।

বুঝতে গেলে যেতে হবে, গেলেই কেবল বুঝা যাবে।
ছুতে গেলেই পথ যে হারায়, গেছে যারা আর ফেরে নাই।
কোথায় তারা গেল যারা! কোথায় যাব আমরা সবাই!

কাটে জীবন ভয়েই শুধু, তবু ভয়ের মাঝেই এত মধু!
ভয়ের মাঝে বাস করি হায়, আবার ভয়ের দেশেই যায়
তবে জীবন মরণ তফাৎ কোথায়! কিসের এত ভয়!

ছুটছি ওরে জীবন ভরে, মাঠে ঘাটে পাহাড় পর্বতে
যৌবনে বার্ধক্যে দিনে রাতে।
ধাবিলাম আমি মেরুতে মেরুতে
সবুজ শ্যামলী আর মরুতে মরুতে।
আনিলাম সাধ্যমতো ন্যায় অন্যায় করে পদানত।

যার লাগি করিলাম কত ছোটাছুটি যত দ্বন্দ্ব
একি হায়! সে যে চলে যায়
কিছুই না নিয়ে সাথে ভাল বা মন্দ।
মহামিলনের তরে ফেরে সে ঘরে
কেবলি যাওয়াতেই যেন অমৃত আনন্দ।

কতকাল ঘরে ফেরে নাই ওরে
রোদে বৃষ্টিতে কাটিয়েছে কত কিছু করে।
জীবন যে কেটেছে কেবল যাওয়ারই ধ্যানে।
ডাক এল যেই সব কাজ ফেলে সেই
চলে গেল মহামিলনের মহা তৃপ্তির আস্বাদনে।

কষ্ট শুধু তাদের রেখে গেল যাদের
গোলকধাঁধার এ মহারণ্যে।
অসহায় মানুষ করে হাহাকার
তবু চলবে সে রথ সাথে নিয়ে সবার
থামবে না সে কারো জন্য।

কে যেন আনমনে বলে কানে কানে
শোন! অমৃতের স্বাদ পাবে না এ জীবনে।
সে স্বাদ যে কেবল মরণের মাঝে
স্বর্গের জিনিস মর্তে কি সাজে?

মর্তে বসে আমি, হায় অন্তর্যামী
স্বর্গের জিনিস খুজেছি এ ভুবনে!


Read More