জীবন থেকে নেয়া কাহিনী অবলম্বনে রচিত ৫ম ধারাবাহিক উপন্যাস 'অম্বরাবনী' এর নির্যাস।

আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮

'অম্বরাবনী' ধারাবাহিক উপন্যাসের মূলভাব।  

অবনীর সারা জীবনের অর্জন বৃথা গেল কিনা তা প্রভুই জানে। অবনী সারা জীবনভর যা কিছু করেছে তা শুধু অম্বরকে খুশী করার জন্যই। অম্বর ওর মাটির ঘরে বিধাতার বসবাস। অবনী কেবল অম্বরকে আবরন করেই আছে- ও’যে অম্বরাবনী। প্রকৃত অর্থে মানুষ মাত্রই মাটির ঘরে আকাশ থেকে আগত অমরাত্মাকে ধারনকারী এক সত্তা- অম্বরাবনী।

প্রতিটি জীবন একটি বৃহৎ বৃত্তের গণ্ডিতে ঘেরা অনেকগুলো ছোট ছোট বৃত্তের সমাহার। ছোট ছোট বৃত্তগুলি হচ্ছে মানুষের এক একটা স্বপ্ন বা পরিকল্পনা। বৃহৎ বৃত্তটা সম্পর্কে সব মানুষ জানে এবং তা মেনে নেয় প্রতিটি প্রাণ।
মানুষের নিজের পরিকল্পিত ছোট ছোট বৃত্তগুলির বিষয়ে তাদের মন সব সময় সন্দেহে ভরা থাকে। তায়তো ওই বৃত্তগুলির শুরুর বিন্দুটা সে বসালেও শেষের বিন্দুটা অধরা রয়ে যাই। ছোট বৃত্ত গুলোর কোন কোনটার দুটি বিন্দু মিললে মানুষ নিজেকে সার্থক মনে করে। আর বৃহৎ বৃত্তটার শেষ বিন্দু দুটো মিলে গেলে বিধাতার পরিকল্পনা পূর্ণতা লাভ করে।