Heading
আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ১৪:৫৪
এমন যদি হত!
এ বিশ্বব্যাপী, পাপী বা পুণ্যবানে
যে যা ভাবে ধ্যানে মনে,
আর যা কিছু তার, থাকে লুকিয়ে মনে।
যদি তা সব দিনের মত, দেখতে সবাই পেত!
তাহলে কেমন হত!
ভাল ভাবনা ঢাকের মত, বাজায় সবাই খুশী মত
কুচিন্তা গুলো লুকিয়ে রাখে, যেন চর্মচক্ষু তা না দেখে।
বাহির বসন সবার সাদা, ভিতরে কালো ময়লা কাদা
চর্ম চক্ষু ফাঁকি দিয়ে, চলে সবাই ফেরেস্তা হয়ে।
ভাবতো যদি সবে!
যে যা কিছু রাখে ঢেকে, এদিক ওদিক একে বেকে
দিব্য চক্ষু সবই দেখে, তাঁর গড়া এ জগত ভবে।
ভাব সবে, কারো এমন যদি হয় এ ভবে-
আছে তাড়া, ভুল করে কেউ কাপড় ছাড়া, বেরোই পথে
হাসি মুখে বলে কথা, দাঁড়িয়ে থাকা সবার সাথে।
মানুষ সবে মুখ ফিরাবে! চারদিকে সব পালিয়ে যাবে!
সে সব ভেবে, যদি মানুস শিখতো সবে!
সবাই তবে একে একে, মুখ ফিরাত নিজের দিকে।
তখন বুঝত সবে যায়না ঢাকা কোন মতে
কোন কিছুই এ জগতে।
এমন হলে,
মানুষ তখন সবাই মিলে, ভাল থাকার মুখোস খুলে
কুচিন্তা সব বাদ দিয়ে, দোষ যত সব শুধরে নিয়ে,
প্রতিহিংসা আর লোভ লালসা করতো নাশ।
জীবন ভরে সৎ কর্ম করে, এ ধরাকে করতো স্বর্গবাস।