Heading
আপডেট: 2023-03-23 12:46:31
যত বাড়ে ধন ভরে ততো মন, হারানোর ভয়
প্রশান্তি ভোগে নয়, কেবল ত্যাগে, এ ধরায়।
ভোগের তৃপ্তি সেত সময়ের ফুর্তি, ক্ষণস্থায়ী,
আরম্ভ হলেই শেষ হতে শুরু হয়।
ত্যাগের তৃপ্তি সুদূর ব্যাপ্তি, চিরস্থায়ী
চিরকাল হৃদয়ে লেপটে রয়।
তৃপ্ত হয় যে হৃদয়, যখন ক্ষুধার্তকে খাদ্য বিলায়
সে হৃদয় স্বর্গের আঁধার নিখাদ দেবালয়।
পেট ভরে গেলে, তাকায় পথিক মাথা তুলে
চোখ রাখে সে দাতার চোখে, সাক্ষাৎ স্বর্গ দেখে।
মানুষ ব্যস্ত রয় করতে যা দরকার তাই, সারাক্ষণ
ভাঙ্গতে গড়তে করতে ধন আহরণ, মনের মতন।
করে যা দরকার, নেই কোন বাদ বিচার, কিছুর প্রতি
ধ্বংস হলে প্রকৃতি বা হলে ভ্রাতৃঘাতী, নেই কোন ক্ষতি।
কলহ যুদ্ধের দামামা কেপে ওঠে বুক থর থর করে
কেঁদে ওঠে শিশু চারিদিক ভরে কেবল আত্মচিৎকারে।
সমুদ্র করিছে গর্জন সা সা সারাবেলা সারাক্ষণ
তাতে কাপে না বুক, আনে কেবল হৃদয়ে সুখ।
কি মধুর তান! প্রকৃতির গান স্বর্গীয় সুরে
প্রকৃতি মাতা কয় কথা, প্রশান্তিতে হৃদয় ভরে।
গোলাপ সবার তাই তা অপরুপ সুন্দর
করে অকাতরে দান ভরে সবার প্রাণ।
ডালে কাঁটা থাকে সাঁটা, কিন্তু তা নয় বিঁধতে তোমাকে
তা শুধু বাঁধা দিতে লোভী আর একা ভোগকারীকে।
যদি কারো মনে আসে সংশয়
দেখ উঠে পাহাড়ের উঁচু চুড়ায়
দেখবে কি অপরূপ বিস্ময়!
কাছ থেকে নয়, দূর থেকে সব সুন্দর দেখায়।
করেছ কখনো লক্ষ্য অবারিত করে নিজ বক্ষ
দেয়ার গৌরবে দাঁড়িয়ে নিরবে
পথধারে কোথা, কোন লজ্জাবতী লতা?
সহস্র জনেরা তা দেখে তারা, হৃদয় জুড়ায়
মৃদু বাতাসে লজ্জাবতী হাসে,
স্বর্গীয় নৃত্তে প্রশান্ত চিত্তে বক্ষ খুলে রয়।
যখনি লোভী কোন জন ভোগে ভরা যার মন
ছুয়ে দেখবে বলে হাত বাড়ায়,
এ বিশ্ব চরাচরে যে লতা সবার তরে
ব্যথিত হৃদয়ে নিজেকে গুটিয়ে নেয়।
যা কিছু ভাব তুমি তোমার, সবই তার
নিয়েছ এ দুনিয়া থেকে সবে।
কিছুই তার নয় তোমার, সবই এ ধরার
সবই পড়ে রবে, তুমি চলে যাবে।
যদি বিশ্বাসী হও, তবে সব দ্বার খুলে দাও
আকাশে তাকিয়ে দুবাহু বাড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নাও
কোন দ্বিধা নয়, জেন ত্যাগে শান্তি ভোগে ক্ষয়
বিলাও যা আছে সকাল সাঁঝে, সকলের মাঝে
সম্পদ বাড়বে তাতে, ভরবে হৃদয় স্বর্গীয় প্রশান্তিতে।