Heading
আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ১০:৫১
সুখ দুঃখ পাতলা ভারী, সব নিজের সব তোমারি
কারো সুখ বেদনা, কেউ বোঝেনা তা পুরোপুরি।
অন্যেরটা পুরো বোঝা নয়কো সোজা, আর
কাম্যও তা নয়, সে ভাবেই হায় সৃষ্টি বিধাতার।
সুখ দুঃখ যত, যদি পুরোপুরি যার তার না হত
তাহলে হয় এ ধরায় আনন্দে সবাই, ভাসতে হত
না হলে ওরে, দুখ সাগরে ডুবে সব থমকে যেত!
ভেবে দেখ, তানা হলে এ দুনিয়া চলত নাত!
এ জাহান চালান যিনি, সুখ দুঃখ দেন তিনি।
কাকে দেবে কত? আর করবে কাকে আশাহত
সব তা অজ্ঞেয়, সঠিক বলতে পারে না কেহ।
মানি না মানি, কিন্তু তা সত্য সবাই জানি।
সুখ যেমন তৃপ্তি দেয়, বেচে থাকার মায়াই জড়ায়
দুঃখ তেমন সুখের আশায়, বেচে থাকার আশা যোগায়।
মানুষ সবে, যত সুখ দুঃখ পায় এ ভবে
ভাগ দিতে চায় তার, কাছের মানুষ যার যার।
কাছের যারা যদি তারা;
কারো সুখের সময়, একটু যদি খুশী হয়
আর দুখ বেদনায়, এসে পাশে দাঁড়ায়!
তবে সুখ ভোগটা যেমন যায় যে বেড়ে
দুখের বোঝাও হালকা হয়ে যায় তা ছেড়ে।
এ দুনিয়া সরল অঁচল ভারী চমৎকারী;
যা কিছু যায় উপরে, সেটাই কিন্তু আসে ফিরে।
যা দেবে তা আসবে ফিরে রকম ফেরে।
কারো সুখে সুখী হলে, সুখ তোমার আসবে ফিরে
কারো দুঃখে দুখী হলে, ভালবাসা রাখবে ঘিরে।
তুমি যা দেবে তাই আসবে ফিরে তোমার ঘরে।
তবে জেন সবাই, তা কোন লোক দেখানো না হয়
তা খাটি হওয়া চায়, ষোল আনায়।
অত শত ভেবনা;
সেটা লোক দেখানো, না পুরো খাটি সোনা
তার কষ্টি পাথর কেবল আছে তোমার কাছে।
তবে, নিজেকে নিয়ে ভাবতে হবে;
কারো সুখের দিনে, যদি তোমার মনে
পুলকিত সুখের পাখী ডানা মেলে আঁখি বোজে
আনন্দেতে উঠে মেতে দুচোখ তাতে জলে ভেজে।
আর কারো দুখের ঝড়ে
যদি হৃদয় তোমার ব্যথায় ভরে দুখীর তরে
দু চোখ বয়ে অশ্রু বিন্দু চুইয়ে পড়ে।
বুঝেবে তখন আসল সেটি, আর তুমি মানুষ খাটি
এমন হলে, আকছার পাত্র তোমার, রাখবে খালি
সুখ ভালবাসা আসবে ফিরে তোমারই ঘরে কেবলি।
দুনিয়াটা ভবকারা সারা, প্রভুই কেবল ভবতারণ
যে যা বলে, ভাল মানুষ হলে, রাখবে স্মরণ;
প্রতিদান পাবে সবে, প্রভুর এ ভবে
তাঁর সৃষ্টির সব আলো সব ভালো তোমার হবে।