Heading
আপডেট: ০৬ Jun ২০২৩, ১৫:২৮
এ ভুবনে জীবন মানে, শুধুই খেলা
দিবা রাত্রি ধরি, দুঃখ সুখের লুকোচুরি সারাবেলা।
থেকে বেচে, উপর নিচে উঠা নামার নাগরদোলা।
সুখ দুখ অল্প অনেক, সবই ক্ষনেক, সবই মিছে
সবার বেলায় তা ছোটে যে হায়, পিছে পিছে।
এটাই জীবন ঘটছে এখন, এটাই আগাম এটাই অতীত
তবে সময় ফেরে সে চক্র ঘোরে, সেটা নিশ্চিত।
সুখ যতই হাসাক, মনদেহ আনন্দে ভাসাক
দুখ যতই শাসাক, মনদেহ যতই কাঁদাক
সুখ দুখের আতুর, আর দুখ সুখের বাসর।
অতি সুখ আর অতি দুখ কারোর, হয় না অনিবার।
যেমন উঠলে তুঙ্গে ঊর্মি ভাঙ্গে, মিশে যায় জল সমতায়
সব শেষ হয় ঊর্মিমালীর শুভ্র ফেনায়।
শেষ হবে তা, দিনের শেষে একই কথা, জল সমতা।
সুখ দুঃখ সব কিছু, আসে একে অন্যের পিছু পিছু,
সময় ফেরে, সব যে আবার নিজ সমতায় আসে ফিরে।
আকাশ থেকে বৃষ্টি আসে, গাছ পালা সব তৃপ্তি হাসে
কি যে ঘটে! যখন সে জল ফুসলে ওঠে, জলের তোড়ে
তুফান আসে, বানের জলে সবই ভাসে
হাসি মাখা গাছের শাখা, মুখ থুবড়ে পড়ে।
পালে বাতাস পেলে জীবন চলে, তরতরিয়ে
আলো ছায়া মোহ মায়া, সে পাল দেয় রাঙিয়ে।
বাতাস গেলে থেমে, পাল এসে নেমে, নুইয়ে পড়ে
আবার তুফান ঝড়ে পাল ছিড়ে নাও ছিটকে পড়ে।
দাড় আর হাল মাঝি হায়, ভেসে যায় প্রবল বানে
নাও চলে ভেসে, কেঁদে হেসে স্রোতের টানে।
দুঃখ সুখের জোয়ার ভাটা মাপার কাটা
গেলে সময়, উঠে নেমে আসে ফিরে এক সমতায়।
কয়েদী সবাই আমরা এ ধরায়, সবাই আছি ভবকারায়,
মানুষ এ ভবে আসামী সবে, খুব অসহায়!
সবাই আছে ফাঁদে, কেউ এখানে দুঃখে কাঁদে,
কেউ আবার সুখে হাসে এ নিবাসে, করে বড়াই।
সুখ দুঃখ কেবল এপিঠ অপিঠ, সবার মান সমান ঠিক ঠিক
এটাই নিয়তি এটাই নিয়ম, স্বর্গের সদ্বিচার এটাই সঠিক।
এটা বিধি এটাই বিধান, নশ্বরের তরে ঈশ্বরের দান
দিবাশেষে বিনা বেশে, দুঃখ দিয়ে সব জীবন হয় অবসান।