জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'শুধায় তোমায় হে মহাকর'।

আপডেট: ০১ অগাস্ট ২০২৪, ১৬:২৯

শুধায় তোমায় হে মহাকর!

খোকা, আজ আমায় ছেড়ে, দূর দেশে’তে গেল উড়ে,
আমার ছেলে, থাকবে ভুলে, তার কাজের ভীড়ে।
বড় হবে অনেক শিখে, থাকবে সুখে আমার খোকা,
এসব নয় অযথা, বুঝি তা, আমি নই অত বোকা।

তবুও হৃদয়ে কেন রক্ত ঝরে!
দিন যে আমার কাটে নারে!

জানি, হে বিধাতা! বলবে তুমি সেই জানা কথা-
আমিও কারো খোকা ছিলাম
সময় হলে, নিয়ম বলে, নিজের জীবন গড়ে নিলাম।

এই যে ছেলে গেল চলে!
খোকা হয়ে আবার, ফিরবে কি আর কোন কালে?
তুমি জানো, বসবে না সে আর কখনো, বাবার কোলে!

দেয়ার ছলে, আকাশ মাটির খেলা খেলে, কি লাভ পাবা?
আছো বসে ফাঁদটি পেতে, জানো সবাই পড়বো তাতে,
আমরা যে সব মাটির বাবা।

জানি, বলবে তুমি, হে অন্তর্যামী!
সব কিছুরই হিসেব আছে তোমার কাছে।
চলতে ভূবন চালাতে জীবন, এ সবেরও দরকার আছে।

আমি নই বিধাতা, নেই আমার অত হিসেব জানা
দুনিয়া চলবে, না থমকে যাবে?
তার খোঁজতো আমি রাখি না।

সবই মানি, তবু বাবা আমি, রক্ত মাংস হাড়ের খাচায়
দুনিয়া চলে নিয়ম বলে, কিন্তু মানুষ আমি, তা ভোলা যায়!

শুধায় তোমায় হে মহাকর, রাজা তুমি রাজ্যে তোমার
পাথরের’তো নেইকো অভাব।
পাথর দিয়ে খেলো তুমি মনের সুখে,
মিশিয়ে আকাশ মাটির বুকে
আবার নিয়ে যাওয়া এ কোন স্বভাব!

তোমার খেলা খেল প্রভু, আমি অধম খেলব শুধু।
খেলবো না, তা হয় কি! তায়তো কেবল সুর্য্য দেখি।
ডুববে যখন রবি, ঘুমের ঘোরে সাঙ্গ হবে সবি।

ঘুমের দেশে, আবার স্বপ্ন এসে,
যেন ভাঙায় না সে ঘুম অবশেষে।
তোমার দান সে তোমার থাকুক,
আকাশ মাটির খেলা থামুক।

তুমি মনিব আমি চাকর,
যদি নাও ফিরিয়ে, যা দিলে তার
তবে কেন দিলে তা আমারে?
থাকবে বসে সুখে দুখে, ছোট্ট আকাশ বাবার বুকে
তানা হলে মুক্ত কর এ দাসেরে।