Heading
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮
খোকার প্রকান্ড বাড়ীর ছাদ, বাকি সব কিছু বাদ
এক কোনে মায়ের আবাস, উপরে উদার আকাশ।
বড় হওয়ার পর থেকে, খোকা রাখে মাকে
চিলেকোঠার ছোট্ট ঘরে, বাড়তি কোন খরচা না করে।
খোকা দিনে দিনে বেড়ে, মায়ের আঁচল ছেড়ে
মনের আঁচল ধরে।
ভ্রমে ভরা সে মন, ভরাতে পারে না তা কোন ধন জন
দৃষ্টি তার কেবল বাহিরে।
মেরুতে মরুতে কেবলি ছোটে, তবু স্বাদ যে না মেটে
ছোটে মরিচিকার পিছে, যদিও জানে সব মিছে,
এ ভাবেই জীবন কাটে।
খোকার সারা ঘর, যেন কৃত্রিমতার আঁধার!
সুরের ভুবনে হায়, পাখীর ডাক, বৃষ্টি বা বাতাসের শব্দ নাই।
সুর এখানে বোমার বিস্ফোরণ, সব যন্ত্র দানবের আত্ম ক্রন্ধন!
কান ফাটা সব বিকট শব্দ, সবাই স্তব্দ,
শুধু মনে ঘৃণা জনে জনে।
চারিদিক শুধু ধ্বংস জজ্ঞ, জেনেও সবাই অজ্ঞ,
শুধু বিষ ভরা মনে।
চিলেকোঠার ঘরে মা থাকে আনমন
খোকাকে রাখে ধরে বক্ষে সারাক্ষন, যেন যক্ষের ধন।
এ এক মায়ার জাল, ভাবে- আছে বাকি ক্ষনকাল
নিবাস যে তার চিরতরে, ওই যে মুক্ত আকাশ উপরে।