Heading
আপডেট: 2023-08-08 09:48:52
ক্ষমার অধিকার, একমাত্র বিধাতার
তিনিই কেবল স্বয়ম্ভূ, অসীম পরম প্রভু অপার
ক্ষমতা সব তাঁর, তিনিই মহা চৈতন্যের আঁধার।
যারা এ বিশ্বাসে, নিঃশ্বাস প্রশ্বাসে অন্তরে অবিচল
তারাই সত্য, সত্যানুগ প্রকৃত, তাদেরই আছে ধর্ম বল।
বিশ্বাসী যদি হয় মনে, হোক তা ভিন্ন আচরণে বা নামে
দৃষ্টি নিশ্চয় থাকবে তার, পৌছাতে আত্মার আদি ধামে।
ধর্ম দিয়েছে সবে, এক একটা স্তম্ব এ ভবে
সে যাই হোক, ধর্ম পথ নির্দেশক এ ইহলোকে
যা পৌঁছে দেবে তাকে, তার প্রতীত ঘর অমৃতলোকে।
বিধাতার তৈরি সে ঘর, তিনিই স্থপতি তিনিই কারিগর
সে ধাম, ভিন্ন ভিন্ন নাম, কিন্তু সে ঘর অভিন্ন সবার।
জন্মক্ষণে বা অন্য কারণে, ভক্তগনে করে বিশ্বাস মনে মনে
পেয়ে আস্থা, ধরেছে ভিন্ন ভিন্ন রাস্তা, পৌছাতে সেখানে।
স্বর্গধামে পৌঁছানোটা মুখ্য জেন, রাস্তাটা গৌণ হেন।
সরিয়ে রাস্তার কাটা, ঠিকঠাক মত হাটা, ভক্তের দায়
রাস্তা পাওয়ার দায়, হোক আর যার, পুরোটা ভক্তের নয়।
রাহা ভিন্ন ভিন্ন, রাহাগিরেরও পৃথক পৃথক চিহ্ন।
রাখ জেনে হৃদয় মনে, পুণ্য সে ধামে নেই কোন বৈষম্য
তা একই আর অভিন্ন সবার জন্য।
থেক সবাই নিশ্চিন্ত মনে, থাকবে প্রশান্তিতে সে স্বর্গ ধামে।
দেখ ভেবে সকলে, রাহা ভিন্ন বলে, রাহার স্রষ্টা ভিন্ন হলে
থাকতো না কোন নিয়ম কানুন, চলত না এ বিশ্ব ভুবন,
হত বেবন্দোবস্ত, হত চন্দ্র সূর্য উদয় অস্ত যখন তখন।
ভিন্নতায় ভরা এ সৃষ্টি, চেয়ে দেখ যতদূর যায় দৃষ্টি
ভিন্নতার এ ভবে, চিন্তা চেতনাতো ভিন্ন ভিন্ন হবে।
ভিন্ন পথ, তারো অধিক ভিন্ন মত, ভক্ত দলের
ভিন্নতা, ভাবনা বিধাতার, সবই তাঁর পছন্দের।
এ ধরার কি প্রকার, তা এক কথায় বলা যায়
অভিন্ন বিধাতার এ ধরা, ভরা ভিন্নতায়।
এখানে সময়, সব শেষ করে দেয় দিনে দিনে
অবিনশ্বরের ভুবনে, বাচার লড়াই নশ্বরের জীবনে।
সর্বশক্তিমান একমাত্র বিধাতা, মানুষের নেই কোন ক্ষমতা
দিয়েছেন তিনি সসীম জীবনে, অসীম আকাঙ্ক্ষা সব মনে।
অতৃপ্তি নিয়ে সব জীবন শেষ হয়, আকাঙ্ক্ষা অপূর্ণ রয়
ব্যথা নিয়ে সাঙ্গ হয়, আফসোস রয়ে যায় সব জীবনে।
এ ধরায় মানুষ একদম অসহায়, অদৃষ্ট নির্ভর জীবন সবার
অসহায় জীবনে মানুষ এ ভুবনে, প্রতিনিধি বিধাতার
মানুষ প্রকৃতই নিরাকারের আকারে তাঁর অবতার।
বিশ্ব বিধাতা, দিয়েছে মানুষকে একটি ক্ষমতা পুরো
যা তিনি দেননি জেন, অন্য কোন কারো।
মানুষই কেবল পারে, দিতে ক্ষমা করে
কষ্ট চেপে অন্তরে, বিধাতাকে স্মরণ করে।
অসীম শক্তি ক্ষমার, তাতেই মুক্তি হিংসায় ভরা এ ধরার
মিলে সকলে সে ক্ষমতা খাটালে, আসবে মুক্তি মর্তের জীবনে
রচিত হবে স্বর্গের সুখ, মর্তের এ হিংসুক ভুবনে।