জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'ভেবে না পায় আমি অধম অসহায়!'।

আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১২:৩৫

ভেবে না পায় আমি অধম অসহায়!

 

নেই যেখানে ক্ষুধার জ্বালা, ভালবাসা সেখানে কন্ঠক মালা
খাদ্য অঢেল ভরা, তবু একটুও পারে না খেতে তারা।
ভালবাসা তাদের দামি পণ্য, কিনতে হয় ক্ষনেকের জন্য
সময়ের পর তাজা যেমন বাসি হয়, ভালবাসাও ফুরায়।

খাওয়া পরা ঠাসা ঠাসা, কিন্তু ভালবাসা যেন ধনীর দুরাশা
ভালবাসার কাঙ্গাল অনেক ধনী হায়, মরে বাচতে চায়!

ভরা পেটে শুতে আসে, নরম বিছানায় নিয়ন্ত্রিত বাতাসে
তবু আসে না তাতে, ঘুম কোনমতে।
দুশ্চিন্তা ভরা মন, পাছে চুরি যায় সঞ্চিত যক্ষের ধন!

রোজ রোজ ভুরিভোজ
পেট জ্বলে থেমে থেমে, ক্ষুধা নয়, বদ হজমে।

আকারে থাকে যতদিন, মনে হয় যা কিছু সব অন্তবিহীন
হাতের মুঠোই নিতে চায় পুরো বিশ্ব।
অবশেষে সব হারায়, সব রেখে চলে যায়
হয়ে পুরো নিঃস্ব।

পৃথিবীর এত ভান্ডার, স্বর্গে নেই কোন স্থান তার
কেবল সেসব হারালেই, আর শরীর ছেড়ে গেলেই
পাবে তুমি স্বর্গ, দেবালয়ের অর্ঘ্য।

শুধু বিধাতাই জানে কখন কাকে কবে
আনবে এ ভবে, আবার নিয়ে যাবে।

মাঝের জীবন, যা অনিশ্চিত প্রতিক্ষণ
তার দায়, কি ভাবে মানুষের উপর বর্তায়!
ভেবে না পাই আমি অধম অসহায়।