Heading
আপডেট: ১৫ মে ২০২৪, ১২:৩৬
বিধাতার এ ধরাধাম, সুখ দুঃখ কিছুই হয় না অবিরাম
এসব কি প্রাপ্তি? -পুরষ্কার বা শাস্তি!
পৃথিবীর কথা থাক, পুরষ্কার বা শাস্তি যে যাই পাক!
জীবনের শেষ মৃত্যু দিয়ে, যাবে সবে কিছুই না নিয়ে।
যেমনি সবে এসেছিল এ ভবে, কিছু না নিয়ে সাথে
তেমনি যাবে চলে সব ফেলে, খালি হাতে।
চোখের দেখায় -মরলেই সব শেষ হয়,
অসমতা- জয় পরাজয়, সব দূর হয়।
মাটি বুঝে নেয় পূর্ণ হিসাব,
যা কিছু দিয়েছে ফিরিয়ে নেয় সব।
ঊর্ধ্বালয়ে আত্মা যায় চলে, কোন ঠিকানা না বলে!
খুঁজে পায়, যে যার আলয়।
তবুও প্রশ্ন জাগে,
সব কি শেষ হয়, আত্মার দেহ ত্যাগে!
সবে বলে মৃত্যু হলে, প্রাণ পাখীটা যায় উড়ে চলে।
পাখীটা দেখতে কেমন! কিভাবে করে সে ভ্রমন!
কোথায় ছিল আগে, আর যায় কোথায় দেহ ত্যাগে!
জীবন অন্য কিছু নয় আর,
যেন ঊর্ধ্বে ছুড়ে দেয়া কয়েন বিধাতার!
উপরে ওঠা যেখানে শেষ,
সেখানে নতুন জীবনের উন্মেষ।
তারপর হয় শুরু, সারাক্ষণ বুক করে দুরু দুরু।
জীবন এক ধাঁধা, মায়ের নাভিতে বাধা সুতো ছেঁড়া ঘুড়ি
ঘড়ির কাটা গুনে, ভাগ্যের বিধি মেনে, দেয় মহাশূন্য পাড়ি
ভুতলে পড়ার প্রতিযোগিতা, আগে পিছে পার্থক্য এই যা।
মাটিতে পড়ার যাত্রায়,
বার বার সুখ আর দুঃখ পাশ বদলায়।
যে যত উপরে যাবে, পড়ার আগে তত বেশী ঘূর্ণি খাবে
অবশেষে পড়বে সবে, মুখ থুবড়ে এ মাটির ভবে।
প্রকৃতির যত ধাঁধা যত বাধা, সব তা করে অতিক্রম
মাটিতে পড়বে এসে, ধপ করে অবশেষে, এরই নাম জীবন!