Heading
আপডেট: ২৪ মে ২০২৪, ১২:১৫
যা হয়েছে গত, সেখানে নেই তুমি, তা ভাবনা যত
এ ভবে, জানে না কেউ কাল কি হবে, যা কিছু করনা শত?
কিন্তু এ কথা জেন, আর মনে প্রাণে মেনো-
সবই নির্ভর করে, ঘটিছে যা এখন, তার উপরে।
ভেবে দেখ মন, যা কিছু ঘটিছে এখন
তাই, আগামী কাল করিছে গঠন।
আবার সেটাও হবে গত, সময় মত।
আগামী আর গত, সব মনে করে খেলা,
সারাক্ষণ সারা বেলা।
মানুষ সবাই মনের তালে নাচে,
মনের ভ্রম জালে আটকে বাচে।
মন ভারী বোকা, যেন কচি খোকা
বোঝে না সে কোন তফাৎ, কি অতীত কি ভবিষ্যৎ
কোনটা আসল কোনটা ধোঁকা।
কাল কি হবে? যা ভাবে মানুষ সবে,
সেটাই ঘটে বলে, জানে কি কেউ কোন কালে?
ঘটবে যা কাল, সব তা মায়াজাল
ভ্রম, মরিচিকা সম, অনিশ্চিত অনাগত।
ঘটেনা কিছু ভুবনে, এ জীবনে কারো মন মতো।
যা ভাবোনি কখনো কোনদিন,
ঘটিছে তা এ জীবনে প্রতিক্ষণ প্রতিদিন।
দিন ভরি, আগামী আর গত খেলে লুকোচুরি সব মনে
কেউ তা বোঝেনা, কখনো নিজেকে খোজেনা।
দৃষ্টি কেবল বাহির পানে, অতীত আর ভবিষ্যতের ধ্যানে।
যদি কোথাও থাক তুমি মনে প্রাণে, সে কেবল বর্তমানে
যে কথা গোপনে, কদাচিত ভেবে দেখ মনে মনে।